
রাজধানীর কদমতলী থানার শ্যামপুর হাড্ডি কারখানার এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত মাদক কারবারি জরিনাসহ তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- জরিনা আক্তার (৫০),ছালেহা আক্তার (৬০) ও মো. রাব্বি (২১)।
এ সময় তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা ও মাদক বিক্রির ১০ হাজার ৪৬০ টাকা উদ্ধার করা হয়।
গতকাল বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ইকবাল হোসাইন।
তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কদমতলীসহ ডিএমপির বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
ডিআই/এসকে