
রাজধানীর ধানমন্ডি থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন বিদেশি ব্রান্ডের মদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- মিনাল শরীফ ও ছালমা আক্তার।
এ সময় তাদের কাছ থেকে ২৯০ বোতল বিভিন্ন ব্রান্ডের বিদেশি মদ, দুটি পাসপোর্ট, একটি প্রাইভেটকার ও নগদ ৫০ হাজার টাকা জব্দ করা হয়।
বৃহস্পতিবার রাতে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ধানমন্ডি মডেল থানার ওসি মো. পারভেজ ইসলাম। তিনি জানান, বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে ধানমন্ডি থানা এলাকার একটি বাসায় অভিযান চালান তারা। এ সময় বাসাটি থেকে বিদেশি মদসহ মিনাল ও ছালমাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার দুজনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।
ডিআই/এসকে