
রূপসা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সরদার হারুনর রশীদের ২৩ তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে স্বরণসভা ও তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠান গত ২৩ ফেব্রুয়ারী সকালে সরদার বাড়ীর পারিবারিক কবরস্থান মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেক।প্রধান বক্তাছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ.সম্পাদক.এ্যাডঃ সুজিত অধিকারী। বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এমএম মুজিবুর রহমান, বিএম এ সালাম, এ্যাড: নিমাই চন্দ্র রায়, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল, খুলনা -৬ আসনের সাবেক সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু, সরকারী বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ মনোজ কান্তি মন্ডল, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সরদার কামরুল ইসলাম, জেলা আওয়ামীলীগ সদস্য জামিল খান, পাপিয়া সরোয়ার শিউলী,শাহিনা আক্তার লিপি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু, খুলনা মহানগর যুবলীগের সভাপতি মোঃ সফিকুর রহমান পলাশ, খুলনা জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ।
বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক শ্যামল কুমার দাস, ইমদাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এসএম হাবিব, এমডি রকিব উদ্দীন, দপ্তর সম্পাদক আক্তার ফারুক, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, খুলনা জেলা যুবলীগের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান সোহাগ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আজিজুর রহমান রাসেল, হারুনার রশিদ স্মৃতি সংসদ আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন প্রয়াত হারুনার রশিদের ভ্রাতা, শ্রীফলতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ইসহাক সরদার। শ্রীফলতলা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নাজিম মোড়লের সঞ্চালায় শুভেচ্ছা বক্তৃতা করেন সরকারি বঙ্গবন্ধু কলেজের সাবেক অধ্যক্ষ সরদার ফেরদৌস আহম্মেদ। আওয়ামীলীগ নেতা আলমগীর মল্লিক,রবিউল ইসলাম বিশ্বাস,সরদার মিজানুর রহমান, আছাদুজ্জামান আছাদ, আলম হাওলাদার,কামরুল ইসলাম সরদার,জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি আসাদুজ্জামান নুর, এইচএম কামাল হোসেন,প্রচার সম্পাদক মো: ওহিদুজ্জামান, দপ্তর সম্পাদক আবু সাঈদ খান, আওয়ামীলীগ নেতা সরদার মনিরুজ্জামান, হিরন আহম্মেদ হিরু, মোল্লা কামরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রাজীব দাস টাল্টু, যুবলীগ নেতা আল মমিন লিটন, সাইদুর রহমান ছগির, বিধান চন্দ্র রায়, অহিউল রহমান খোকা, জাহিদ ইসলাম, সরদার জসীম উদ্দীন, আমিনুল ইসলাম সাগর, ফরহাদ সরদার, সরদার সৈকত আহম্মেদ জন, রাবেয়া সুলতানা, আসমা বেগম, রহিম মিনা, সরদার মামুনুর রশিদ, সোহেল মোড়ল, খান রিকি, সুজল সেন, মিঠুন সাহা, আঃ গফফার মল্লিক, নুর ইসলাম, আবু দাউদ, সুকুর শেখ, সিদ্দিক চৌধুরী, মুস্তাফিজুর রহমান লাবু, সাইফুল ইসলাম শাওন, ইউসুফ শেখ, আমিরুল মুমিনিন, চিশতি নাজমুল সম্রাট, নিলমনি বিশ্বাস, অনুপম মল্লিক,জুয়েল সরদার, রিয়াজ শেখ, সাব্বির, সাজ্জাদ হোসেন সাজু, সিদ্দিক, আবরার বিশ্বাস, সজীব, আল আমিন, শামীম প্রমূখ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা ইলিয়াস হোসেন।