ঢাকা, শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
যৌথবাহিনীর অভিযানে সাতদিনে গ্রেফতার ৩৪১
এসো আমরা ঈদের আনন্দের সাথে নিজেরা নিজেদের অবস্থান তৈরি করি-ব্যারিস্টার মাহবুবুর রহমান সালেহী
কলাপাড়ায় গৃহবধূর রহস্যজনক নিখোঁজের ঘটনায় গ্রেফতার ৭
নওগাঁয় ধানখেতে গলিত লাশ উদ্ধারের ঘটনায় মুলহোতা গ্রেপ্তার
নাইক্ষ্যংছড়ির পাহাড়ি কন্যা পর্যটন লেকে ঈদে ১৬ বছরের রেকর্ড পর্যটকের ঢল
বাঁশখালীতে টানা ৪১ দিন জামাতে নামাজ আদায় করা ১৭ শিশু-কিশোর সাইকেল উপহার
আত্রাইয়ে ঈদের চতুর্থ দিনেও সাহাগোলা রেলওয়ে স্টেশনজুড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়
ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গ্রেফতার
কলমাকান্দায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার পলাতক অলি আহমেদ
নেত্রকোণা সরকারী কলেজের ঈদ পুনর্মিলনী
ভারতীয় মিডিয়া গুজবে চ্যাম্পিয়ন:স্বরাষ্ট্র উপদেষ্টা
জিয়ার শ্রদ্ধা স্মারক সরিয়ে ফেলার অপকর্মে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনুন:জাসাস
কালিগঞ্জে প্রত্যয় গ্রুপের ১৩ তম বর্ষপূর্তি ও ঈদ পুনমিলনী 
পরকীয়া জেরে যুবকের আত্মহত্যা
আমতলীতে তরমুজ পরিবহনে চাঁদাবাজিকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, আহত- ৬

পবিপ্রবিতে এই প্রথম ৪র্থ শ্রেণি কর্মচারী ইউনিয়নের কমিটি গঠন

ভ্রাতৃত্ব বোধ রক্ষা ও কল্যাণকর কাজে প্রতিনিধিত্ব করে বিশ্ববিদ্যালয়ে অবদান রাখার প্রত্যয় নিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) এই প্রথম চতুর্থ শ্রেণি কর্মচারী ইউনিয়নের ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে কীটতত্ত্ব বিভাগের অফিস সহায়ক মো. সহিদুল ইসলাম সিকদারকে আহবায়ক এবং কৃষি প্রকৌশল বিভাগের অফিস সহায়ক মো. সেলিম রেজাকে সদস্য-সচিব ঘোষণা করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ে কোন কার্যকরী কমিটি না থাকায় ৪র্থ শ্রেণির কর্মচারীদের সাধারণ সভার আবেদনের প্রেক্ষিতে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্তের অনুমোদনের পরে কেন্দ্রীয় গ্রন্থাগারের গার্ড মো. খলিলুর রহমান ২২ ফেব্রুয়ারী সকাল ১০টায় মূল ক্যাম্পাসের সকল ৪র্থ শ্রেণির কর্মচারীদের উপস্থিতিতে এ কমিটি ঘোষণা করেন। এ কমিটিকে আগামী ৩ মাসের মধ্যে একটি পূর্নাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়।

কমিটির অপর সদস্যরা হলেন—ইএসডিএম’র ফটোকপি মেশিন অপারেটর মোহাম্মদ জাকির ফরাজী, পরিসংখ্যান বিভাগের অফিস সহায়ক মোহাম্মদ কালাম শরীফ, শের-ই-বাংলা হলের অফিস সহায়ক মোঃ বাবুল হোসেন জোমাদ্দার, প্রকৌশল বিভাগের অফিস সহায়ক মো. জসিম খোন্দকার, পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয়ের ল্যাব এটেনডেন্ট মো. এস এম জিয়াউল হাসান (হিরন), ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের অফিস সহায়ক মোঃ মামুন সিকদার, এজিবি’র অফিস সহায়ক মোঃ মোস্তাফিজুর রহমান জুয়েল, কাউন্সিল’র অফিস সহায়ক মো. মোহন মিয়া, জিইও বিভাগের অফিস সহায়ক মো. ইউনুস আলী, ফিশারিজ টেকনোলজি’র অফিস সহায়ক শফিকুর রহমান, ফিশারিজ টেকনোলজি’র ল্যাব এটেনডেন্ট মো. মোয়াজ্জেম হোসেন মোল্লা, এনএফএস’র অফিস সহায়ক মোঃ রিপন মৃধা, বিএ অনুষদের অফিস সহায়ক সোহেল আহমেদ, বিএ অনুষদের অফিস সহায়ক মো. মাহাবুব হাওলাদার, এনএফএস’র অফিস সহায়ক মো. মাসুম বিল্লাহ, ভিসি অফিসের গার্ড হাবিবুর রহমান, অতিথি ভবনের অফিস সহায়ক মোঃ আবু বক্কর সিদ্দিক, রেজিস্টার কার্যালয়ের অফিস সহায়ক মো. মাসুদ খলিফা, ডিআরএম’র অফিস সহায়ক মোঃ মামুন শরীফ, রেজিস্টার কার্যালয়ের অফিস সহায়ক মো. রবিন, এজিআর’র ফটোকপি মেশিন অপারেটর তপন চন্দ্র শীল, টিএসসি’র সুইপার মোঃ কামাল হোসেন, পরিসংখ্যান বিভাগের ল্যাব এটেনডেন্ট মোঃ আল-আমিন, সুফিয়া কামাল হলের ইলেকট্রিশিয়ান মো. হারুন, প্রকৌশল বিভাগের প্লাম্বার মোহাম্মদ শামীম হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয়ের অফিস সহায়ক মোসা. হালিমা বেগম, হিসাব শাখার অফিস সহায়ক মোসা. ফরিদা বেগম, সেন্ট্রাল ল্যাবের ল্যাব এটেনডেন্ট মো. রায়হান ইসলাম ও পরিবহন শাখার বাস হেলপার মো. মহিউদ্দিন।

তথ্য নিশ্চিত করে বিবিএ অনুষদের ডীন প্রফেসর মো. আবুল বাসার খান বলেন, ৩য় শ্রেণি ও ৪র্থ শ্রেণির সমন্বয়ে গঠিত সমিতি থেকে বের হয়ে আলাদাভাবে তারা(৪র্থ শ্রেণির কর্মচারী) একটি ‘কর্মচারী ইউনিয়ন’ নামে আহবায়ক কমিটি গঠন করেছে।

শেয়ার করুনঃ