
রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের মৌলভীর কাটার মাষ্টার পাড়ায় মোবাইল বিক্রির পাওয়ানা টাকা নিয়ে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের পিতা,পুত্র, মা সহ ৩ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন সাজ্জাদ হোসেন (২০) তার পিতা মনজুর আলম (৪৫) মাতা শাহানু আক্তার (৪০)। তারা কচ্ছপিয়া ইউপির ৮ নং ওয়ার্ডের মাষ্টার পাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয় আবু হান্নানসহ অনেকে জানান গত কিছু দিন আগে হারুন থেকে একটি পুরনো মোবাইল ফোন ক্রয় করেছিলেন সাজ্জাদ হোসেন, ওই ফোনের টাকা চাওয়াতে দুই জনের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে উত্তেজিত হয়ে মোঃ হারুন ও মোঃ সোহেল সাজ্জাদকে মারধর করলে তার পিতা,মাতা ছেলেকে ছাড়াই নিতে আসলে তাদেরকেও ব্যাপক মারধর করে। এসময় এক পর্যায়ে সাজ্জাদের মাথা লক্ষ করে ধারালো দা দিয়ে কুপ দিলে সে মারাত্মক ভাবে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।
খবর পেয়ে স্থানীয় লোকজন তাদের প্রথমে গর্জনিয়া বাজারে এর পর নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে নেওয়া হয়। নাইক্ষ্যংছড়ি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান সাজ্জাদ হোসেনের অবস্থা আশংকাজন।
তৎক্ষনাৎ ঘটনার খবর পেয়ে গর্জনিয়া ফাঁড়ি পুলিশের আইসি সাইফুল আলম এর নির্দেশে এসআই শরিফুল ইসলাম আহতদের দেখে হাসপাতালে চিকিৎসা নিতে পর্রামশ দেন। এর পর তিনি অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান। আহত মনজুর আলম জানান তিনি তার ছেলেকে উদ্ধার করতে গিয়ে ইয়াবা কারবারি হারুন ও সোহলের হামলার শিকার হলাম আমি ও আামার স্ত্রী। এসময় তার পকেটে থাকা ১০ হাজার টাকা কেড়ে নেয় সোহেল। উল্লেখ্য হামলা কারি হারুন ইয়াবা কারবারি। তাকে সম্প্রতি এক কর্ড ইয়াবা, নগদ টাকাসহ ডিবি পুলিশের হাতে আটক হয়ে জেল থেকে ছাড়া পেয়ে এ ঘটন ঘাটায়।