
রূপসায় উপজেলা প্রশাসন আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। ২১ শে ফেব্রুয়ারী রাত ১২:১ মিনিটে শহীদ বেদীতে পুষ্প মাল্য অর্পন, সকালে প্রভাতফেরী ও দিনব্যাপী নানা আয়োজনে দিবসটি উদযাপন করা হয়।
উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় জুম কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-৪ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। রূপসা উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশা,
উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ শফিকুল ইসলাম, রূপসা থানা অফিসার্স ইনচার্জ মোঃ শওকত কবীর। বক্তৃতা করেন কৃষি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, প্রাণী সম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার মজুমদার, মৎস্য কর্মকর্তা বাপী দাস, উপজেলা প্রকৌশলী এসএম ওয়াহিদুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ বজলুর রহমান, নির্বাচন কর্মকর্তা মুরাদ হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজ প্রমুখ। তাছাড়া রূপসা প্রেসক্লাবের আয়োজনে ক্লাব মিলনায়তনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রূপসা প্রেসক্লাবের সভাপতি এস এম মাহবুবুর রহমান।
সাধারণ সম্পাদক খান আঃ জব্বার শিবলীর সঞ্চালনায় বক্তৃতা করেন সাবেক সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন, তরিকুল ইসলাম ডালিম, কোষাধ্যক্ষ তৌহিদুল ইসলাম কচি, সদস্য আল মাহমুদ প্রিন্স, আবু হারুনার রশিদ, বেনজির হোসেন, আক্তার খান, চিত্ত রঞ্জন সেন, নাইমুজ্জামান শরীফ, রেজাউল ইসলাম তুরান প্রমুখ।
এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগ ও অন্যান্য সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠান দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করেছে।