
নড়াইলে ৩ দিন ব্যাপী ভূমি অফিসের বিভিন্ন কাজের মান পরিদর্শন করেছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো: ফিরোজ শাহ। গতকাল (২২ ফেব্রুয়ারী) দুপুরে নড়াইল সদর ভুমি অফিস পরিদর্শনে আসেন তিনি।
এ সময় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো: সেলিম আহমেদ ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমীন আক্তার ফুল দিয়ে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো: ফিরোজ শাহ্ কে শুভেচ্ছা জানান। পরে সদর উপজেলা ভূমি অফিসের আওতায় ১৩ টি ইউনিয়ন ও পৌরসভার নায়েবদের সাথে মতবিনমিয় করেন তিনি। পরে সদর উপজেলা ভুমি অফিসের লেক উদ্যানে বৃক্ষ রোপন করেন।
এ সময় অতি:জেলা প্রশাসক (রাজস্ব) জুবায়ের হোসেন চৌধুরী, সদর উপজেলা নির্বাহী অফিসার শারমীন আক্তার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো: সেলিম আহমেদ সহ জেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারী মঙ্গলবার থেকে ২২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার পর্যন্ত জেলার নড়াইল সদর, লোহাগড়া ও কালিয়া ভূমি অফিস এবং আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় বিভিন্ন ইউনিয়নে নির্মিত নির্মানাধীন ঘর পরিদর্শন ও ঘর সম্পর্কে আলোচনা করেন।