
নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানে ২ জন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার করেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ শুভন কুমার সাহা বলেন,নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের অফিসার ইনচার্জ আব্দুল মান্নান এর দিকনির্দেশনায় বাইশারী তদন্ত কেন্দ্রের সহকারী ইনচার্জ এ এস আই বিল্লাল হোসেনসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বাইশারী ইউপির দূর্গম পাহাড়ের আলীক্ষ্যং এলাকা থেকে বুধবার দিবাগত রাত অনুমানিক ৩ টার দিকে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হন। তারা হলেন( ১)মামুন উদ্দিন প্রকাশ মামুন (২১)পিতা মোঃ হোছন, উত্তর নারিচ বুনিয়া, বাইশারী, ( ২) হারুন অর রশিদ (২২) পিতা আহমদ হোছন মৃত, প্রকাশ বলি, পশ্চিম নারিচ বুনিয়া বাইশারী। পুলিশ জানান গ্রেপ্তার ২ আসামীর বিরুদ্বে মাদক মামলায় ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা সহ অনাদায়ে আরো একমাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করা হয়েছে চীপ জুড়িসিয়াল ম্যাজিষ্টেট আদালত বান্দরবান। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) তাদের বান্দরবান আদলতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শুভন কুমার সাহা।