
গত ২১ ফেব্রুয়ারি রাত ১১.১০মিঃ খুলনায় কিশোর গ্যাং আশিক গ্রুপের ০২(দুই) সদস্য গ্রেফতার। গ্রেপ্তারকৃত আসামি মোঃ জিয়ারুল ইসলাম নিরব এবং মোঃ মারুফ হোসেন (একশত পঁচিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ তাদের গ্রেফতার করে খুলনা সদর থানা পুলিশ ।
পুলিশ সূত্রে জানা যায, খুলনা সদর থানার অফিসার ইনচার্জ এর নির্দেশনায় খুলনা সদর থানা এলাকার রূপসা চাঁদমারী বাজার সংলগ্ন থানা পুলিশে বিশেষ অভিযান পরিচালনা করে, চানমারী বাজারস্থ মেসার্স চৌধুরী ফার্মাসী এর সামনে পাঁকা রাস্তার উপর হতে কিশোর গ্যাং আশিক গ্রুপের দুই সদস্যদের আটক করে।
গ্রেফতার কৃত আসামী হলো ১। মোঃ জিয়ারুল ইসলাম নিরব, পিতা-মোঃ জালাল গাজী, মাতা-ফিরোজা বেগম ,স্থায়ী:(চানমারী বাজার ২য় গলি) , উপজেলা/থানা- খুলনা সদর, জেলা-খুলনা, বাংলাদেশ, ২। মোঃ মারুফ হোসেন, পিতা-মোঃ কাওছার হোসেন হাওলাদার, মাতা-মনোয়ারা বেগম ,স্থায়ী: (চানমারী বাজার ১ম গলি, জনৈক সুবেদার হারুন হোসেন এর বাড়ীর ভাড়াটিয়া) , উপজেলা-থানা- খুলনা,গ্রেফতার কৃতদের কাছ থেকে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়, তাদের বিরুদ্ধে মাদক আইনের মামলা রুজু করে পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।