ঢাকা, শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
লাখো পর্যটকের সমাগম কুয়াকাটা সমুদ্র সৈকতে। শতভাগ হোটেল মোটেল বুকিং
আমতলীতে কুপিয়ে স্ত্রীর হাত কর্তন করলেন নেশাগ্রস্থ স্বামী
হোমনায় যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার
ঈদ পরবর্তী বিআরটিএর বিশেষ অভিযান: ৬ লাখ ৮৭ হাজার জরিমানা,২৮৯ মামলা
রায়পুরে আ’লীগ বিএনপির যৌথ হামলায় নারীসহ আহত ৫
পাঁচবিবিতে শিক্ষার্থী সমিতির স্বাধীনতা ও জাতীয় দিবস পালন
মহানবী সাঃ কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল
ভোলায় হাতবোমা-মাদকসহ ৫ দুর্ধর্ষ সন্ত্রাসী আটক
নবীনগরে তুচ্ছ ঘটনায় দুই গ্রামের সংঘর্ষে আহত ১২
নেত্রকোণা সরকারি কলেজের ঈদ পুনর্মিলনী
রামুর ঐতিহ্যবাহী গর্জনিয়া ফইজুল উলুম মাদ্রাসার মিলন মেলা বর্ণঢ্য আয়োজনে সম্পন্ন

শ্রীরামপুরের চরবয়ড়ায় প্রতিপক্ষের হামলায় মহিলাসহ ৩ জনকে পিটিয়ে জখম

পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় সরকারি ইজারা খালে মাছ ধরার দ্বন্দের জেরে পুলিশ ডেকে তাদের সামনেই একই গোত্রের
প্রতিপক্ষের বসত:ঘরে ঢুকে জালাল সিকদার (৩৫) ও কামাল সিকদার (৪০) নামের দু’সহদর ও মা মানসুরা বেগমকে(৭০) পিটিয়ে জখম করেছে বাদল সিকদার, রাসেল সিকদার গংরা স্বজনরা গুরুতর আহতদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে র্ভতি করেছে। এঘটনায় পাল্টা-পাল্টি মামলা দায়ের প্রক্রিয়াধীন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৮নং ওর্য়াডের চরবয়েড়া গ্রামে এ হামলা সহিসংতার ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষর্দশী ও স্থানীয় সূত্র জানায়,চরবয়েড়া গ্রামের বয়ড়ার খালের সুইজ গেটে মাছ ধরাকে কেন্দ্র করে মোহাম্মদ সিকদারের ছেলে বাদল সিকদার ও মজিদ সিকদারের ছেলে রাসেল সিকদারের সাথে একই গোত্রের মৃত ভুলু সিকদারের ছেলে জালাল ও কামাল সিকদারের মধ্যে র্তকর্বিতক হয়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে রাসেল সিকদার প্রতিপক্ষের বিরুদ্ধে হামলা সহিংসতার অভিযোগ এনে
পুলিশে ফোন করে। দুমকি থানার সহকারি পুলিশ পরির্দশক (এসআই) দেলোয়ার ও ২জন পুলিশ কনস্টবল ঘটনাস্থলে পৌছার সাথে সাথেই বাদল সিকদার, রাসেল সিকদারসহ অন্তত:৭/৮জনের একটি বাহিনী লাঠি-সোটা নিয়ে প্রতিপক্ষের ঘড়ে ঢুকে সত্তর্রোধ মানসুরা বেগম ও তার দু’ছেলে জালাল সিকদার ও কামাল সিকদারকে এলোপাথারি পিটিয়ে গুরুতর জখম করে। আহতদের ডাকচি কারে বাড়ির ও আশপাশের অন্তত: দুশতাধিক লোকজন জড়ো হলে হামলাকারিরা দ্রুতসটকে পড়ে। প্রতিপক্ষের হামলায় জালাল সিকদারের মাথা ফেটে, কামালের ৪টি দাত ভেংগে পড়েছে এবং মানসুরারও একটা হাতে ভাঙ্গা জখম হয়েছে বলে প্রত্যক্ষর্দশী ওই ওর্য়াডের ইউপি সদস্য বাকের আলী (বাবুল) হাওলাদার জানিয়েছেন। আহতদের উদ্ধার করে স্বজনরা পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির করেছে। ওই ইউপি সদস্য আরও বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌছার সাথে সাথেই প্রতিপক্ষের উপর মারপিট শুরু করে রাসেল বাদলগংরা। এসময়পুলিশ নিস্ক্রিয় ভূমিকা পালন করেছে। হামলাকারিদের পক্ষ নিয়ে উল্টো প্রতিপক্ষের এক ছেলেকে কয়েকটা চড় থাপ্পর মেরেছে। অভিযোগ সর্ম্পকে অভিযুক্ত রাসেল বলেন, প্রতিপক্ষরা অসভ্য প্রকৃতির। আমার মাকে তুলে অশ্লীল গালাগাল ও কাপর তুলে কু’ইঙ্গিত করায় রাগের বশে ঘটনাটি ঘটেছে।দুমকি থানার এসআই দেলোয়ার হামলাকারিদের পক্ষনেয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌছার আগেই মারামারি হচ্ছিল। পুলিশ গিয়ে বাঁশি বাজিয়ে গণধাওয়া দিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। তবে এঘটায় রাসেল সিকদার পক্ষের একটি লিখিত আছে। দুমকি থানার অফিসার ইনর্চাজ তারেক মো: হান্নান বলেন, লোকমুখে শুনেছি, তবে এঘটনায় কোন লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্তর্পূবক প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুনঃ