
মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘ ৭ বছরেরও বেশী সময় পলাতক থাকার পর আসামি মো. মামুন খন্দকার’কে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব ২ এর সিনিয়র সহকারী পরিচালক সিনিয়র এএসপি শিহাব করিম।
তিনি জানান দীর্ঘ ৭ বছরেরও বেশী সময় ধরে পলাতক মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. মামুন খন্দকার (৪২)’কে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে বুধবার (২৫ অক্টোবর) দিবাগত রাতে গ্রেফতার করা হয়।
মামলার বিবরনী অনুযায়ী জানা যায়, বিগত ২০২৬ সালের ১১ এপ্রিল ২০০ বোতল ফেন্সিডিলসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে মো. মামুন খন্দকার গ্রেফতার হয়। পরবর্তীতে আসামীর বিরুদ্ধে ডিএমপির মোহাম্মদপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়। ওই মামলায় গ্রেফতারকৃত আসামী ১ মাস জেল হাজতে থাকার পর বিজ্ঞ আদালত থেকে জামিনে মুক্তি লাভ করে
এর পর নিয়মিত আদালতে হাজিরা না দিয়ে পলাতক হয়। অন্য দিকে তদন্তকারী কর্মকর্তা মামলাটি তদন্ত শেষে আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আসামি মো. মামুন খন্দকার পলাতক থাকা অবস্থায় আদালতে মামলাটির বিচারিক কার্যক্রম শেষে আসামি মো. মামুন খন্দকার কে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করে এবং গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন।
শিহাব করিম আরও জানান, গ্রেফতারী পরোয়ানা ইস্যু হওয়ার পর থেকে আসামি দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে। পলাতক সাজাপ্রাপ্ত মো. আসামী’কে গ্রেফতারের লক্ষ্যে র্যাব গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় র্যাব-২ এর অভিযানে আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মামুন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নিজের পরিচয় গোপন করে আত্মগোপনে থাকতো।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজধানীর মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
ডিআই/এসকে