
গত রুপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের বিভিন্ন এলাকা হতে পুলিশের অভিযানে মাদক সহ দুই মাদক কারবারি গ্রেফতার।
রূপসা থানাধীন শ্রীফলতলা পুলিশ ক্যাম্পের এসআই বাবুল ইসলামের নের্তৃত্বে এএসআই আনিছুর রহমান, এএসআই রতন হোসেন সংগীয় ফোর্স সহ ২১/০২/২০২৪ তারিখে ক্যাম্প এলাকায় অভিযান পরিচালনা করে আসামি ১/ সাগর বিশ্বাস (৪০) পিতা মৃত হাসেম আলী বিশ্বাস সাং শ্রীফলতলা, থানা রূপসা জেলা – খুলনাকে ৩০ গ্রাম মাদক দ্রব্য গাঁজা সহ এবং আসামি ২/ আরিফুজ্জামান মোল্লা (৪৩) পিতা- মোস্তফা মোল্লা, সাং হোসেনপুর, থানা- রূপসা, জেলা- খুলনাকে ১০ পিস মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন। আসামিদ্বয়ের বিরুদ্ধে রূপসা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।