
রাজধানীর ডেমরা ধার্মিকপাড়া এলাকার কোনাপাড়ায় পাটের সুতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার(২২ ফেব্রুয়ারি) ফায়ার সার্ভিস কর্মকর্তা শাজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেন।
শাজাহান শিকদার জানান, ঢাকার ডেমরা ধার্মিকপাড়া এলাকার কোনাপাড়ায় ২২০০বর্গফুট ও ১৮০০ বর্গফুট টিনশেড
পাটের সুতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ২ ইউনিটের চেষ্টায় এক ঘন্টারও বেশি সময়ে আগুন নির্বাপন হয়েছে।
তিনি বলেন, আমরা অগ্নিকান্ডের সংবাদ জানতে পারি ৭টা ২০মিনিটে। এরপর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ৭টা ২৭ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করে। ৭টা ৪৫ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে এবং ৮টা ২৮ মিনিটে আগুন সম্পূর্ণ নেভাতে সক্ষম হই।
অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে এখনো কোন তথ্য জানা যায়নি বলেও জানান তিনি। সেই সঙ্গে আহত-নিহতের কোন তথ্য জানা যায়নি বলেও জানান।
ডিআই/এসকে