
হবিগঞ্জের মাধবপুরে দুই সাংবাদিকের জন্ম দিন উপলক্ষে প্রেসক্লাবে ঝাঁক ঝমক আলোকসজ্জায় কেক কাটার মধ্য দিয়ে জন্মদিন উৎযাপন করা হয়েছে।
বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৭ টায় উপজেলা প্রেসক্লাবে দৈনিক সংবাদ পত্রিকার মাধবপুর প্রতিনিধি মো: এরশাদ আলী ও দৈনিক আলোকিত প্রতিদিন এবং বাংলা টাইমসের প্রতিনিধি ত্রিপুরারী দেবনাথ তিপুর জন্মদিন উদযাপন করা হয়েছে।
মোঃ হামিদুর রহমান রাজুর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক লোকালয় বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক এমদাদুল ইসলাম সোহেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রীধাম দাশ গুপ্ত, দৈনিক আনন্দবাজার পত্রিকার মাধবপুর প্রতিনিধি শ্রীবাস সরকার, হিসাব রক্ষণ কর্মকর্তা মো: রোকন উদ্দিন, চৌমুহনী ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: আমিনুল ইসলাম ভুট্টো, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে কর্মরত ইকবাল হোসেন খাঁন, মিজানুর রহমান। এছাড়াও প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।
উপস্থিত বক্তারা দুই সাংবাদিকের জন্মদিন উপলক্ষে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও তাদের জন্মদিনের শুভেচ্ছা জ্ঞাপন করেন। এবং তাদের ভবিষ্যত উত্তরোত্তর শুভকামনা জানান। সবশেষে কেক কাটার মধ্য দিয়ে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানটির সমাপ্তি হয়।