
পটুয়াখালীর কলাপাড়ায় একুশের প্রথম প্রহরে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয়েছে মহান শহীদ ও আন্তজার্তিক মাতৃভাষা দিবসের আনুষ্ঠানিকা। রাত ১২ টা ০১ মিনিটে কুয়াকাটা পৌর সভার শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মহিবুর রহমান এমপি। এছাড়া সকাল ৭ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তিনিসহ ফুল দিয়ে শ্রদ্ধা জানান, উপজেলা প্রশাসন, কলাপাড়া প্রেসক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি, ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দ। এসময় কুয়াকাটা, মহিপুর আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে বুধবার সকালে কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সভায় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, উপযেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির, উপজেলা সহ-সভাপতি অধ্যক্ষ ড, শহিদুল ইসলাম বিশ্বাস, মহিলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার প্রমূখ। আরো উপস্হিত ছিলেন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনসহ প্রেসক্লাবের সদস্যরা। সকালে উপজেলার সকল সরকারী, আধাসরকারী, সায়ত্বশাষিত প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধনমিত পতাকা উত্তোলন করা হয়। দিবস টি উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশাত্মবোধক গান, আবৃত্তি, চিত্রাংকন ও বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়।