
যথাযোগ্য মর্যাদায় ও ভাবগম্ভীর পরিবেশে নেত্রকোনার মদনে ২১ ফেব্রুয়ারী ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে দিবসের শুরুতেই শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা, পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ইউএনও মোঃ শাহ আলম মিয়ার সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্তি পুলিশ সুপার খালিয়াজুরী সার্কেল রবিউল ইসলাম, স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাক্তার
নূরুল হুদা খান, ওসি উজ্জ্বল কান্তি সরকার, আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম, মুক্তিযোদ্ধা কাজী শাহজাহান, কাছু মিয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল বারী, নারী নেত্রী আয়েশা আক্তার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন প্রমূখ।