ময়মনসিংহের নান্দাইলে কোমলমতি শিশু-কিশোররা অমর ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষ্যে শহীদ মিনারে ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। বুধবার নান্দাইল উপজেলার ৫নং গাংগাইল ইউনিয়নের নান্দাইল রোড বাজারস্থ শিশু মেলা কিন্ডারগার্টেনের কোমলমতি শিশু-কিশোর ছাত্র-ছাত্রীরা এ শ্রদ্ধা নিবেদন করে। শিশু মেলা কিন্ডারগার্টেনের পরিচালক ও প্রধান শিক্ষক মো. আনোয়ার কামাল রূপনের আয়োজনে সকালে জাতীয় পতাকা অর্ধনিমিত্তকরণের পর প্রভাত ফেরী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রভাত ফেরীটি অত্র কিন্ডারগার্টেন স্কুল থেকে শুরু করে নান্দাইল রোড বাজারের বিভিন্ন গলি হয়ে তাড়াইল-নান্দাইল সড়ক প্রদক্ষিন করে নান্দাইল রোড উচ্চ বিদ্যালয় ও নান্দাইল রোড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পৃথক দুটি শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এসময় কিন্ডারগার্টেনের কোমলমতি শিশু-কিশোর ছাত্র-ছাত্রীরা ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর শিশু মেলা কিন্ডারগার্টেনের সভাপতি নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল কাইয়ূম বাবুলের সভপতিত্বে শহীদদের স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত প্রভাত ফেরী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য শফিকুল ইসলাম রিপন, মো. আব্দুর রহমান সবুজ, নান্দাইল রোড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, সহকারী শিক্ষক ফয়জুন্নেসা রেবা, অত্র কিন্ডারগার্টেনের অভিভাবক সদস্য আজহারুল ইসলাম হীরা, সাংবাদিক শাহজাহান ফকির, অত্র কিন্ডারগার্টেনের শিক্ষক হালিমাতুস সাদিয়া উষা, কামরুন্নাহার লিপি, সাবিকুন আক্তার জুলফা, হাফসা আক্তার স্মৃতি, আনোয়ারা আক্তার শিউলী,স্বপ্না আক্তার, লাবনি প্রমুখ। এসময় কিন্ডারগার্টেনের ছাত্র-ছাত্রী ও ছাত্র-ছাত্রীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন ।