
সারা দেশের ন্যায় কিশোরগঞ্জের নিকলীতে পালিত হয়েছে জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রাত বারোটা এক মিনিটে নিকলী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে নিকলী উপজেলা প্রশাসন, তারপর একে একে নিকলী উপজেলা পরিষদ, নিকলী থানা, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নিকলী প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা আদর্শ সরকারি কলেজ, নিকলী জি সি পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, ফায়র সার্ভিস,এন জিও সমন্বয় পরিষদ, নিকলী সদর ইউনিয়ন পরিষদ ও বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষে শহীদদের স্বরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এছাড়াও ২১ ফেব্রুয়ারী ভোরে নিকলী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে নিকলী উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন, উপজেলা বি এন পি ও সহযোগী সংগঠন সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান।
একুশে ফেব্রুয়ারি বাংলাদেশের জনগণের গৌরবোজ্জ্বল একটি দিন। এটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবেও সুপরিচিত। বাঙালি জনগণের ভাষা আন্দোলনের মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে। ১৯৫২ সালের এইদিন(৮ফাল্গুন,১৩৫৮) বাংলাকে পূর্বপাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে কয়েকজন তরুণ শহীদ হন।তাদের মধ্যে অন্যতম হলো রফিক,জব্বার,শফিউল,সালাম,বরকত সহ অনেকেই। তাই এ দিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আছে।