
আলমগীর হোসেন, কালিগঞ্জ সাতক্ষীরা,
একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ও জাতীয় সাংবাদিক সংস্থার ঢাকা জেলা সভাপতি মহাসীন উদ্দিনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (২১ ফেব্রুয়ারী) প্রভাতে
দিবসটি উপলক্ষে উপজেলার সোহরাওয়ার্দী পার্কের শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে কালিগঞ্জ প্রেসক্লাবের কনফারেন্স রুমে জাতীয় সাংবাদিক সংস্থার আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুল এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শেখ আতিকুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদক শেখ নাজমুল হোসেন।
প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি জাতীয় সাংবাদিক সংস্থার ঢাকা জেলা কমিটির সভাপতি ও খবর টিভির সিইও মহাসীন উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলার সহ সভাপতি ও উদীচী শিল্পীগোষ্ঠীর উপজেলা সভাপতি সেলিম শাহারিয়ার, উদীচীর সাধারণ সম্পাদক শান্তি গোপাল চক্রবর্তী, জাতীয় সাংবাদিক সংস্থার সহ সভাপতি এসএম আহম্মদ উল্লাহ বাচ্ছু, যুগ্ম সম্পাদক মারুফ হাসান, সহ সাংগঠনিক সম্পাদক শিমুল হোসেন, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, সহ জাতীয় সাংবাদিক সংস্থার কালিগঞ্জ উপজেলা কমিটির নেতৃবৃন্দ।
এদিকে কালিগঞ্জ উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকে ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মুক্তিযুদ্ধা কমান্ড, এনজিও, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে একুশে প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে কালিগঞ্জ সোহরাওয়ার্দী পার্কের শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।