
পটুয়াখালীর কলাপাড়ায় ইউনিয়ন ইনজুরি প্রিভেনশন কমিটির (ইউআইপিসি) সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বালিয়াতলী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সোমবার সকালে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বালিয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ বি এম হুমায়ুন কবির। এসময় সিআইপি আরপি প্রজেক্টের ভাসা’র ফিল্ড টিম ম্যানেজার মোঃ মোতাহের হোসেন, এরিয়া কো-অর্ডিনেটর মোঃ মনির হোসেন, ফাইনেন্স এন্ড এডমিন অফিসার, এফআরটি ট্রেইনার, আঁচল মেন্টরিং অফিসার এবং আঁচল সুপারভাইজার প্রজেক্টেের স্ব স্ব বিষয় সম্পর্কিত হালনাগাদ তথ্য উপস্থাপন করেন। সভায় ইউআইপিসি’র মোট ১৩ জন সদস্য অংশগ্রহন করে। উপস্থিত ইউআইপিসি সদস্যগণ প্রজেক্ট ভাসা’র সাঁতার শেখানো কার্যক্রম এবং আঁচল কর্মসূচির প্রসংশা করেন ও প্রয়োজনীয় সহযোগিতার প্রতিশ্রুতি দেন। এসময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সকল ইউপি সদস্যদেরকে ১৫ দিনের মধ্যে সকল আঁচল কেন্দ্র পরিদর্শন করার নির্দেশনা ও আঁচল কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় সহযোগিতা করার আহবান জানান। কমিটির প্রতিনিধি হিসেবে তিনি আরো বলেন, আঁচল কার্যক্রম সুন্দর ভাবে পরিচালনা এবং আঁচলে শিশু বৃদ্ধির জন্য ইউপি সদস্যদের ওয়ার্ড ভিত্তিক ভিআইপিসি সভায় উপস্থিত থাকার নির্দেশনা দেন।