কক্সবাজারে টেকনাফ আঞ্চলিক মহাসড়কের উপর ৮০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক কারবারীকে আটক করেছে হাইওয়ে পুলিশ।
গত মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি)রাতে টেকনাফ থানাধীন নয়াপাড়া নামক স্থানে কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের উপর থেকে তাকে আটক করা হয়।
আটককৃত হলো,মোহাম্মদ সোহেল (২০),পিতা- জাকির আহমদ,মাতা- মৃত নুরুন নাহার, সাং- পশ্চিম সিকদার পাড়া,দক্ষিণ হ্নীলা, ওয়ার্ড নং-০৫, হ্নীলা ইউপি, থানা- টেকনাফ,জেলা।
বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেন কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মো.খাইরুল আলম।
তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে একটি পুরাতন প্রাইভেট কার এর মাধ্যমে মাদক পরিবহন করা হচ্ছে সংবাদ পেয়ে তা থামিয়ে তল্লাশি করেন। তল্লাশির এক পর্যায়ে চালককে ব্যাপক জিজ্ঞাসাবাদে গাড়ির চাকার ভিতর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় স্কচ টেপ দিয়ে মোড়ানো ৪টি বান্ডিল পাওয়া যায়। স্বাক্ষিদের উপস্থিতিতে উক্ত বান্ডিল সমূহ খুলে প্রতিটিতে ২০০০ পিস করে মোট ৮০০০ পিস ইয়াবা ট্যাবলেট পেয়ে পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেট কার যার রেজিঃ নং- বগুড়া-গ-১১-০০৬৭ সহ জব্ধ তালিকামূলে জব্ধ করা হয়।
অবৈধ মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখার অপরাধে চালককে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে কক্সবাজার মর্মে প্রকাশ করে। জব্ধকৃত ইয়াবার আনুমানিক মূল্য (৮০০০×৩০০) ২৪০০০০০/- (চব্বিশ লক্ষ) টাকা এবং প্রাইভেট কার এর মূল্য অনুমান ৩ লক্ষ টাকা। টেকনাফ থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।
ডিআই/এসকে