
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ও সোনাইছড়ি ইউনিয়নের তিনটি ইটভাটায় পরিবেশ অধিদপ্তরর সহযোগীতায় মোবাইল কোর্ট পরিচালনা করে ১ লক্ষ টাকা জরিমানা, ইটভাটায় ইট তৈরির সরঞ্জামাদি ও চুল্লি বিনষ্ট করেন উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১১ থেকে বিকাল পর্যন্ত চলা এ অভিযানে নেতৃত্ব দেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যজেষ্ট্রেট মোঃ জাকারিয়া।
এসময় ৪টি ইটভাটার মধ্যে ঘুমধুমের আবুল কালাম মেম্বার এর মালিকানাধীন কে. আর. এস. নামীয় ইটভাটা, একই ইউনিয়নের ফাত্রাঝিরি এলাকায় বাবুল কোম্পানির মালিকানাধীন এস. এস. বি. নামীয় ইটভাটা ও জয়নাল- এর মালিকানাধীন জে. এস. বি. নামীয় ইটভাটায় ইট তৈরির সরঞ্জামাদি ও চুল্লি বিনষ্ট করা হয়।
শেষে সোনাইছড়ি ইউনিয়নের আবদুর গফুর- এর মালিকানাধীন এফ. ডি. আর. নামীয় ইটভাটায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ৪ ধারা লংঘনে ১,০০,০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে ইউএনও মোঃ জাকারিয়া বলেন এ ধরনের আরও অভিযান পরিচালনা করা হবে।