প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৬, ২০২৫, ১:১২ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২১, ২০২৪, ৩:২১ পূর্বাহ্ণ
নেত্রকোনা জেলা সদর হাসপাতালের নামে প্রচারিত মিথ্যা সংবাদের প্রতিবাদ

নেত্রকোনা প্রতিনিধিঃগত ১৫ ফেব্রুয়ারী আরটিভি চ্যানেলের অফিসিয়াল ফেইসবুক পেইজে নেত্রকোনা জেলা সদর হাসপাতালে "ময়না তদন্তের রিপোর্ট নিয়ে ছেলেখেলা" শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
লিখিত প্রতিবাদ লিপিতে জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান,প্রচারিত উক্ত সংবাদে নেত্রকোনা জেলা সদর হাসপাতালের নামে চরম মিথ্যাচার করা হয়েছে। কর্তৃপক্ষের কাছে সংবাদ সংগ্রাহক তথ্য যাচাই না করে এ ধরনের একটি সংবাদ পরিবেশন করায় হাসপাতাল ও এখানে কর্মরত ময়না তদন্তের কাজে সংশ্লিস্ট চিকিৎসকদের সামাজিক মর্যাদা চরমভাবে ক্ষুন্ন হয়েছে।
তিনি আরও জানান, হাসপাতালের চিকিৎকরা নিরলসভাবে হাসপাতালে আগত রোগীদের পরিক্ষা নিরীক্ষাসহ চিকিৎসা সেবা দিয়ে আসছে। প্রচারিত সংবাদের বিষয়ে হাসপাতালের কর্মরত চিকিৎসকরা কোনভাবেই জড়িত নয়। উক্ত সংবাদটি সম্পূর্ন মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত। হাসপাতালের পক্ষে আমি এই সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করছি।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.