
শিক্ষানবিস আইনজীবী পেশার আড়ালে জাল টাকা কারবার করেন তিনি।
রাজধানীর যাত্রবাড়ী এলাকা থেকে এক ১০ লক্ষাধিক জাল টাকাসহ একজন ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা গোয়েন্দা-ওয়ারী বিভাগের ডেমরা জোনাল টিম।
গ্রেফতারকৃতের ব্যক্তি হলো,মো.সাইদুর রহমান। গ্রেফতারের পর তার হেফাজত থেকে ১০ লক্ষ ১৪ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকালে বিষয়টি নিশ্চিত করেন ডেমরা জোনাল টিমের টিম লিডার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার খন্দকার রবিউল আরাফাতের (লেনিন)।
তিনি জানান,গত রোববার গোপন সংবাদের ভিত্তিতে যাত্রবাড়ী এলাকায় অভিযান চালিয়ে সাইদুর রহমানকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তার হেফাজত থেকে ৬ লক্ষ ৩৩ হাজার জাল টাকা উদ্ধার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে বরগুনা সদর থানা এলাকায় তার গ্রামের বাড়ি থেকে আরো ৩ লক্ষ ৮১ হাজার জাল টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইদুর জানান,তিনি পেশায় একজন শিক্ষানবিস আইনজীবী, তিনি ও তার দুইজন সহযোগী মিলে ঢাকা ও বরগুনাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন কৌশলে জাল টাকা মুদ্রণ ও সরবরাহ করে আসছেন।
গ্রেফতারকৃত সাইদুর রহমান ও পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রুজু হয়েছে। সাইদুরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
ডিআই/এসকে