
পটুয়াখালীর বাউফলে এক চাষীর প্রায় সাড়ে তিনশ তরমুজ গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা।উপড়ে ফেলা অধিকাংশ গাছে ফুল ফুটেছে আবার কিছু গাছে ফলও ধরেছে। সোমবার রাতে উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর চরে এ ঘটনা ঘটেছে। ওই ঘটনায় মঙ্গলবার সকালে তরমুজ চাষী মো. রবিউল ইসলাম রুবেল অজ্ঞতাদের আসামি করে বাউফল থানায় একটি অভিযোগ দাখিল করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মমিনপুরের চরে চলতি মৌসুমে ৩ একর জমিতে তরমুজ চাষ করেন রুবেল।খেতের প্রায় সাড়ে ৩শ গাছ রাতের আঁধারে দুর্বৃত্তরা উপড়ে ফেলেছে। এতে প্রায় ৬লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবী করেন রুবেল।
এ ঘটনায় জড়িতদের বিচার দাবি করে তিনি বলেন, আমি ধার দেনা করে তরমুজ চাষ করেছি।ফলন্ত গাছ গুলো উপড়ে ফেলা হয়েছে। এতে আমার অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।