
রাজধানীর ডেমরা থানার সুফিয়া কামাল ব্রীজের উপর ডিবি পরিচয়ে সাড়ে ৩৬ লাখ টাকা ডাকাতির ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ১৮ ফেব্রুয়ারি থেকে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) পর্যন্ত অভিযান চালিয়ে
রাজধানীর ডেমরা ও যাত্রাবাড়ী এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
ডিনি জানায়,ডাকাতরা তাদের ব্যবহৃত পিস্তল ভুক্তভোগীর হাতে ধরিয়ে ছবি তুলে অস্ত্র মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে এ ডাকাতি করে।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সামনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ও গোয়েন্দা প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।
গ্রেফতাররা হলেন, আবুল কাশেম জাহিদ (৪৫) এবং মোস্তাফিজুর রহমান (৩৯)। এদের মধ্যে আবুল কাশেম জাহিদের নামে দুটি এবং মোস্তাফিজুর রহমানের নামে ৫ টি মামলা রয়েছে বলেও জানায় ডিবি।
এ সময় ডাকাতির ঘটনায় ব্যবহৃত একটি মাইক্রোবাস, ডাকাতির টাকায় কেনা ৩টি গাড়ি এবং ১টি মোটর সাইকেল ও ডাকাতির নগদ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়।
হারুন অর রশীদ বলেন,আমরা প্রায়ই শুনি বিদেশ থেকে কেউ আসলে তাদের গাড়ি আটকিয়ে ডিবি পরিচয়ে টাকা পয়সা স্বর্ণ ডাকাতি করা হয়। এমন একটি অভিযোগে গত ৯ অক্টোবর মো. জাকির হোসাইন (৪২) নামে একজন ভুক্তভোগী ডিএমপির ডেমরা থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার এজাহারের তথ্য তুলে ধরে ডিবির এই কর্মকর্তা আরও বলেন, গত ৮ অক্টোবর বিকালে সুলতানা কামাল ব্রীজের উপর তাকে বহন করা গাড়িটি ডেমরা থানা এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে একটি কালো রংয়ের মাইক্রোবাস এসে বাদীর প্রাইভেটকারের গতি রোধ করে। পরে মাইক্রোবাস থেকে ৫ থেকে ৬ জন অজ্ঞাতনামা লোক নেমে ডিবি পুলিশ পরিচয় দিয়ে প্রাইভেটকারটি থামিয়ে বাদীসহ তার সঙ্গী সজিবকে ডাকাতদের ব্যবহৃত মাইক্রোবাসে উঠিয়ে নেয়। পরবর্তীতে তাদের চোখ মুখ বেঁধে ফেলে এবং হাতে হ্যান্ডক্যাপ পড়ায়।
এসময় বাদীর নিকট থাকা নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ যমুনা ব্যাংক থেকে উত্তোলন করা নগদ সর্বমোট ৩৬ লাখ ৫০ হাজার টাকা ডাকাতরা ছিনিয়ে নেয়। এসময় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ নিয়ে ডিবি পুলিশ পরিচয় দানকারী ডাকাতরা তাদেরকে মারধর করে, পিস্তল দিয়ে হত্যার হুমকি দেয়, পিস্তল হাতে ধরিয়ে ছবি তুলে। এবং বলে যে, পরবর্তীতে বাড়াবাডি করলে, তোদেরকে অস্ত্র মামলায় ফাঁসিয়ে দিবো। কিছুক্ষণ গাড়িটি এদিক-সেদিক ঘোরাঘুরি করার পর ডিবি পরিচয় দেয়া ডাকাতরা বাদী ও সজীবকে চোখ মুখ বাঁধা অবস্থায় নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানার পূর্বাচল প্রজেক্টের ২১নং সেক্টরে সামনে নামিয়ে দেয়।
তিনি আরও বলেন, ডেমরা থানা এই অভিযোগের সুত্র ধরে কাজ শুরু করে গোয়েন্দা পুলিশ। বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেফতার করা হয় । এদের মধ্যে আবুল কাশেম জাহিদ এবং মোস্তাফিজুর রহমান অন্যতম ডাকাত। এদের নেতৃত্বে ৫ থেকে ৭ জনের একটি টিম বাদির গাড়িটা যখন ডেমরা ব্রিজের উপর যায় তখন গাড়িটা আটকে তারা বলেন, আমরা ডিবি থেকে এসেছি, আপনার গাড়িটা খুলেন। এই বলে তার কাছে যে ৩৬ লাখ ৫০ হাজার টাকা ছিল এই টাকাটা নিয়ে ভিক্টিমের হাতে তাদের একটা অস্ত্র দিয়ে ছবি তুলে রাখে। তাকে বলে তুমি যদি এই ঘটনা কাউকে বলো তাহলে তুমি যে অস্ত্র দিয়ে ডাকাতি করো এটা আমরা সব জায়গা বলে দিবো। তারপর ভিক্টিমের কাছ থেকে সব কিছু নিয়ে তাদের হাত পা বেঁধে পূর্বাচল ফেলে চলে যায়।
গোয়েন্দা ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শাহিদুর রহমান ও ডেমরা জোনাল টিমের টিম লিডার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার খন্দকার রবিউল আরাফাত (লেনিন) নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
ডিআই/এসকে