ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পিবিআইয়ের তিন পুলিশ সুপারকে রদবদল
পটুয়াখালীতে সড়ক দূর্ঘটনায় আনসার কমান্ডার নিহত
পাঁচবিবিতে আওলাই ইউনিয়ন জামায়াতের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত
আত্রাইয়ের কচুয়া মধ্যপাড়া ইসলামীক সম্মেলন
মিরসরাইয়ে পাঁচ বছরেও উদঘাটন হয়নি গৃহবধূ মুন্নী হ*ত্যার রহস্য , ক্ষুদ্ধ ভুক্তভোগী পরিবার
প্রয়োজনীয় সংস্কার করে যথা সম্ভব দ্রুত নির্বাচন দিতে হবে :অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
কালিগঞ্জের বিষ্ণুপুরে কৃষকদলের উদ্যোগে ঈদ পুনর্মিলন ও সাংস্কৃতি সন্ধ্যা 
নওগাঁয় মাটিবাহি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু
ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের ঈদ পূর্ণমিলনী
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

চুরি করা ফোন দিয়ে বিদেশি বন্ধু সেজে প্রতারনা,গ্রেফতার ১

অপরিচিত নাম্বার থেকে ফোন। এরপর বিপরিত প্রান্ত থেকে ভেসে আসে প্রতারকের কন্ঠসর। বলা হয়, বন্ধু চিনতে পেরেছিস? উত্তরে না, চিনতে পারছি না বলা হলে প্রতারক বলেন, তোর কোন বন্ধু বিদেশে থাকে? ভিক্টিম বিদেশ থাকা বন্ধুর নাম বলতেই, প্রতারক বন্ধুর রূপ ধারন করে। এরপর হঠাৎ করে দেশে অসছি বলে জানায় ভিক্টিমকে। সেই সঙ্গে বলা হয়, মা অসুস্থ ছিল আজকে হাসপাতালে মারা গেছে। জরুরী ভিত্তিতে কিছু টাকা পাঠাতে পারবি? উত্তরে হ্যাঁ জানাতেই অন্যান্য বন্ধুদের নাম্বার নেওয়াসহ তাদেরকে টাকা পাঠাতে অনুরোধ করতে বলতো এই প্রতারক। এভাবেই হাতিয়ে নিতো মোটা অংকের টাকা। এমনই এক চক্রের মূল হোতাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে ‘চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতার ও মুল রহস্য উদঘাটন এবং ডিবি ওয়ারী কর্তৃক দুর্ধর্ষ ডাকাত দল গ্রেফতার বিষয়ে’ এক সংবাদ সম্মেলনে এসব জানান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

গ্রেফতারকৃত আসামি হলেন, মো. সাইফুল ইসলাম ওরফে দুর্জয় (২৭)। আসামি প্রতারণার কাজে নিজেকে জ্বীনের বাদশা বলেও পরিচয় দিতেন বলেও জানায় (ডিবি)। ঢাকা মেট্রোপলিটন মতিঝিল বিভাগের খিলগাঁও জোনাল পুলিশের গোয়েন্দা টিম বিশেষ অভিযান পরিচালনা করে সবুজবাগ থানা এলাকায় প্রতারণা মামলার ঘটনায় তাকে গ্রেফতার করে।
হারুন অর রশীদ বলেন, গত ৫ জানুয়ারি ভিকটিম মো. আমির হোসাইন মোল্লাসহ তার দুই বন্ধুকে আসামী মো. সাইফুল ইসলাম নিজেকে ভিক্টিমদের বন্ধু আতিকুল্লাহ শাহের পরিচয় দিয়ে ফোন করে তার মায়ের মৃত্যু সংবাদ জানায় এবং জরুরী ভিত্তিতে বিকাশে টাকা পাঠানোর জন্য অনুরোধ করে। বন্ধুর মায়ের মৃত্যু সংবাদ শুনতে পেয়ে তারা তিন বন্ধু মিলে তৎক্ষনাৎ ১ লাখ ৬৯ হাজার টাকা বিকাশ এবং নগদের মাধ্যমে পাঠিয়ে দেয়।

এরপর ভিক্টিমরা বুঝতে পারলে থানায় অভিযোগ করলে সেই সূত্র ধরে তাকে গ্রেফতার করা হয় বলে জানান তিনি। আসামি এর আগেও একাধিকবার আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেফতার হয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, আসামির পিসিপিআর পর্যালোচনায় দেখা যায় যে, তার বিরুদ্ধে অস্ত্র, ছিনতাই ও প্রতারণাসহ ৯টি মামলা রয়েছে।

অনুসন্ধানের তথ্য জানিয়ে ডিবি প্রধান বলেন, তার বাড়ী নীলফামারি জেলার ডোমার থানাধীন ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকার প্রত্যন্ত একটি গ্রামে। সেখানে অবস্থান করে সে প্রতারণার কাজটি সম্পন্ন করে এবং পাশ্ববর্তী লালমনিরহাট জেলার বিভিন্ন বিকাশের দোকান হতে ক্যাশ আউটের মাধ্যমে টাকা তুলে নেয়। পুরো নীলফামারি জেলায় সে জ্বীনের বাদশা নামে ব্যাপকভাবে পরিচিত। আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেলে সে সীমান্ত পাড়ি দিয়ে ভারতের অংশে চলে যায়। সে প্রায় ১০ বছর যাবৎ এই প্রতারণার সাথে সংশ্লিষ্ট আছে। এই কাজে তার কয়েকজন সহযোগীও আছে। যাদের একটি গ্রুপ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মোবাইল ফোন চুরি করে এবং আরেকটি গ্রুপ বিভিন্ন এলাকায় বিকাশের দোকান থেকে প্রতারণার মাধ্যমে অর্জিত টাকা ক্যাশ করে।

তিনি বলেন, এই দীর্ঘ ১০ বছরে সে কত জনকে প্রতারিত করেছে তার সঠিক সংখ্যা নির্ধারণ করা না গেলেও গত ৬ মাসের বিশ্লেষণে দেখা যায়, সে প্রায় শতাধিক সিম ব্যবহার করে প্রায় ২ হাজার ৫০০ জন ব্যক্তিকে প্রতারণার উদ্দেশে ফোন দিয়েছে। আমরা এদের মধ্যে অনেকের সাথেই যোগাযোগ করেছি যাদের অধিকাংশই প্রতারণার শিকার হয়ে বিকাশ বা নগদের মাধ্যমে টাকা দিয়েছে।

প্রতারণার কাজে চুরি করা ফোনের ব্যাবহার করা হতো জানিয়ে ডিবি প্রধান বলেন, জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তার সহযোগী মির্জা গত ৩ জানুয়ারি নীলফামারি জেলার ডিমলা থানা এলাকার একটি নির্বাচনী মিছিল হতে প্রতারণায় ব্যবহৃত মোবাইল ফোনটি চুরি করে তাকে এনে দেয়। প্রথমে সে ওই ফোনের বিকাশ ও নগদ অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করে নেয় এবং পরবর্তীতে ওই ফোনের মাধ্যমে প্রতারণা করে।

যেভাবে প্রতারণা করে আসামি সাইফুল?

প্রথমে ভিক্টিমকে ফোন দেয় প্রতারক।
প্রতারক। বন্ধু চিনতে পেরেছিস?
ভিকটিম: না, চিনতে পারছি না।

প্রতারক: তোর কোন বন্ধু বিদেশে থাকে?

ভিকটিমঃ আতিক বলছিস?

প্রতারক। হ্যাঁ বন্ধু,আমি আতিক। বন্ধু আমি হঠাৎ করে দেশে অসছি। আমার মা অসুস্থ ছিল। আজকে হাসপাতালে আমার মা মারা গেছে। জরুরী ভিত্তিতে বিদেশে কিছু টাকা পাঠাতে পারবি?

ভিকটিম। হ্যাঁ পারব। কত টাকা লাগবে বল?

প্রতারক? ৭০০০০ টাকা পাঠিয়ে দে। আর বন্ধুদের নম্বরগুলো এই মূহুর্তে আমার কাছে নাই, ওদের নম্বরগুলো আমাকে দে। যদি পারিস কয়েকজনকে বল আমাকে এই নম্বরে কল দিতে।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ