
আলমগীর হোসেন, কালিগঞ্জ (সাতক্ষীরা)
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) রিম্যাপ সাতক্ষীরার কো- অর্ডিনেটর, বিশিষ্ট সাংবাদিক মোঃ ইশারাত আলীর ৪৯তম জন্মদিন পালন করা হয়েছে। একটি অনাড়ম্বর পরিবেশে বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় শ্রীকলাস্থ নিজ বাড়িতে সহকর্মীদের সংলিপ্ত আয়োজনে কেককেটে ও মিষ্টিমুখ করে এদিনটি পালন করা হয়। এসময়ে উপস্থিত ছিলেন আইওএম (রিম্যাপ) সাতক্ষীরার টিম লিডার ও জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ প্রেসক্লাবের তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মদ উল্ল্যাহ বাচ্ছু, দৈনিক দৃষ্টিপাতের বিষ্ণুপুর প্রতিনিধি আলমগীর হোসেন,আইওএম রিম্যাপ সাতক্ষীরার সহকর্মী ওমর ফারুক শুভ, জাহিদ হোসেন, আমিনুর রহমান, শাহারিয়ার হোসেন, জেসমিন আরা বিথি, উর্মী, রওনাকুল ইসলাম, জাহানারা পারভীন প্রমুখ।