ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
লাখো পর্যটকের সমাগম কুয়াকাটা সমুদ্র সৈকতে। শতভাগ হোটেল মোটেল বুকিং
আমতলীতে কুপিয়ে স্ত্রীর হাত কর্তন করলেন নেশাগ্রস্থ স্বামী
হোমনায় যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার
ঈদ পরবর্তী বিআরটিএর বিশেষ অভিযান: ৬ লাখ ৮৭ হাজার জরিমানা,২৮৯ মামলা
রায়পুরে আ’লীগ বিএনপির যৌথ হামলায় নারীসহ আহত ৫
পাঁচবিবিতে শিক্ষার্থী সমিতির স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

মেলান্দহে প্রধান শিক্ষকের স্বজনদের বিরুদ্ধে স্কুলের গাছ কাটার অভিযোগ 

জামালপুরের মেলান্দহে ২নংচর  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের স্বজনপ্রীতি ফলে স্বজনদের  বিরুদ্ধে টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের ৩ টি  গাছ কাটার অভিযোগ উঠেছে।

সোমবার  বিকেলে সরেজমিনে ওই বিদ্যালয়ে দেখা যায় বিদ্যালয়টির বাম পাশে মাটি কেটে বিদ্যালয়ের মাঠ দখল করছে পাশে ২টি মেহগনি ও ১টি বড়ই গাছের গুড়ি পড়ে আছে ।

স্থানীয়রা প্রথমে গাছ কাটতে নিষেধ করার চেষ্টা করলে  প্রধান শিক্ষক  বলেন গাছ কাটতে নিষেধ করলে তার পরিবারের উপর চাঁপ যাবে, বিশৃঙ্খলা সৃষ্টি হবে।এ কথা শুনে স্থানীয়রা সরে যায়। স্থানীয়দের মতে গাছ ৩টির মূল্য ২০ হাজার টাকা।প্রধান শিক্ষকের ইন্ধনে তার শশুর বাড়ির  নওশাদ হোসেন নামে এক ব্যক্তি মাটি কেটে মাঠের একাংশ দখল করছে ও গাছ কেটেছে।

 

সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষক জুলেখা খাতুনকে পাওয়া যায়নি। তিনি জরুরি কাজে উপজেলা সদরে যান বলে জানায় সহকারী শিক্ষকরা। সাংবাদিক বিদ্যালয়ে এমন খবরে পাশের স্কুল থেকে দ্রুত চলে আসেন প্রধান শিক্ষকের স্বামী সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান মোতালেব।তিনি এসে প্রথমে প্রধান শিক্ষক দাবি করেন।পরে ভুল বুঝতে পেরে বলেন আমি  প্রধান শিক্ষকের স্বামী।আমার সাথে কথা বললেই হবে। গাছ কাটার বিষয়ে জানতে চাইলে বলেন যে গাছ কেটেছে সে আমার বংশের লোক।সে উগ্র প্রকৃতির।গাছ কাটা নিষেধ করলে আমার পরিবারের উপর চাঁপ যাবে। তাই নিষেধ করা হয়নি।উপজেলা প্রশাসনকে বিষয়টি জানিয়েছেন কিনা এমন প্রশ্নে বলেন প্রশাসন কি করতে পারবে?? তারা এসে বলে তো চলেই যাবে। এলাকার বিষয় এলাকার লোক দিয়ে সমাধান করতে হবে। এলাকার লোকজন নিয়ে বসবো।দেখি কি সমাধান হয়।

কথা বলার এক পর্যায়ে মুঠোফোনে ডেকে আনেন ও-ই এলাকার বাসিন্দা সাবেক ব্যাংক কর্মকর্তা আঃ মজিদকে। তিনিও এসে প্রধান শিক্ষকের পক্ষে সাফায় করেন।এলাকার লোকজন নিয়ে বসে বিষয়টি সমাধানের চেষ্টা করবেন বলে জানান।

এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত নওশাদ হোসেনের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি।

 

মেলান্দহ  উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী চাকদার বলেন, ২নং চর  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছ কাটার বিষয়ে অবগত নয়। দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইয়ুল ওয়াসীমা নাহাত (অতিঃ দায়িত্ব)  বলেন,  টেন্ডার ছাড়া সরকারি প্রতিষ্ঠানের গাছ কাটার নিয়ম নেই। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুনঃ