
কুড়িগ্রামের উলিপুরে “জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৪”(ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয় ভিত্তিক কুইজ ও কাবিং)এর উপজেলা পর্যায়ের খেলা-ধুলা ও পুরস্কার বিতরণের অানুষ্ঠানিক উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু।
গত সোমবার (১৯ ফেব্রুয়াী) উলিপুর এম এস স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীগণ অংশ গ্রহন করে।
ক্রীড়া প্রতিযোগিতায় বালক-বালিকা পৃথক পৃথক ভাবে অংশ গ্রহন করে। “ক” বিভাগ ১ম ও ২য় শ্রেণি এবং “খ” বিভাগে ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণি শিক্ষার্থীদের দৌড়, উচ্চ লম্প, দীর্ঘ লম্প, ক্রীকেট বল নিক্ষেপ, চিত্রাংকন, নৃত্য, কবিতা আবৃত্তি, গল্পবলা, গান, অভিনয় ইত্যাদি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে, আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহমুদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- অনুষ্ঠানের বিশেষ অতিথি উলিপুর এম,এস, স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম সরদার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ ফরহাদ হোসেন খন্দকার, মোঃ ইসাহক আলী, মোঃ জাকির হোসেন, নার্গিস বেগম তোকদার প্রমূখ।
অনুষ্ঠানে, ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভা থেকে আশা অসংখ্য ছাত্র-শিক্ষকের সমাগম ঘটে।