প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৬, ২০২৫, ১১:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২০, ২০২৪, ১২:০৯ অপরাহ্ণ
মিরসরাইয়ে হাবিলদার বাসা যুব সংঘের কমিটি ঘোষণা

মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নের অন্যতম স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন হাবিলদার বাসা যুব সংঘের ২০২৪-২০২৫ ইং বর্ষের কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হাবিলদার বাসা যুব সংঘ কার্যালয়ে দুই বছর মেয়াদী ১৫ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি মনোনীত হন আরিফ হোসাইন এবং সাধারণ সম্পাদক মনোনীত হন জুয়েল শীল।
কমিটির অন্যান্যরা হলো সহ সভাপতি নয়ন বিশ্বাস, সহ সাধারণ সম্পাদক চয়ন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রেদোয়ান হোসেন জনি, অর্থ সম্পাদক ওমর ফারুক, শিক্ষা বিষয়ক সম্পাদক মোস্তাকিম মাহমুদ, প্রচার সম্পাদক শুভ বিশ্বাস, সমাজ কল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক সালাউদ্দীন মাহাদী, ধর্ম বিষয়ক সম্পাদক রুবেল রানা, ক্রীড়া সম্পাদক সাফায়েত হোসেন আলিফ, দপ্তর সম্পাদক রাকিব হোসেন সিয়াম, কার্যকরী সদস সাইদুজামান জুয়েল, জয়নাল আবেদীন ও ইকবাল হোসেন।
সকল সদস্যদের উপস্থিতিতে সকলের মতামতের ভিত্তিতে উক্ত কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির সভাপতি, সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক'রা তাদের কার্যকরী কমিটির সকল সদস্যদের নিয়ে ক্লাবের সার্বিক উন্নয়ন, সামাজিক, মানবিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে নিয়োজিত থাকার দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন এবং সেই সাথে সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.