
‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশং সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৯ ফেব্রুয়ারি বেলা ১১টায় নাইক্ষ্যংছড়ি থানার উদ্যোগে সদর ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভার আয়োজন করা হয়। নাইক্ষ্যংছড়ি কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক আব্দুস সাক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, থানার সেকেন্ড অফিসার মো: আলমগীর হোসেন। উক্ত ওপেন হাউজ ডে অনুষ্টানের বক্তরা বলেন, পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে।
পুলিশ নিরাপত্তার দায়িত্বে দিনরাত কাজ করছে। পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাঈনুদ্দিন খালেদ,সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজল,সদস্য সানজিদা আক্তার রুনা, ইউপি সদস্য আলী হোসাইনসহ জনপ্রতিনিধি, শিক্ষক, বিভিন্ন মিডিয়ার সাংবাদিক, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন ।