
নৌ
আলমগীর হোসেন, কালিগঞ্জ (সাতক্ষীরা)
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ত্রি মোহনায় দুই বাংলার (ভারত-বাংলাদেশ) মিলন মেলা ছাড়াই অনুষ্ঠিত হয়েছে প্রতিমা বিসর্জন। বুধবার (২৫ অক্টোবর) বিকাল ৫ টা থেকেই সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমীর দ্বিতীয় দিন। শুভ বিজয়া দশমীর দিন মঙ্গলবার থাকায় এবং বিসর্জন এর পরিপূর্ণ প্রস্তুতি না থাকায় অনেক জায়গাতেই বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জন করেননি যারা ঠিক সে সকল মন্দিরের প্রতিমা বিসর্জন করা হয়েছে। তিন নদীর মোহনায় বাংলাদেশ অংশে তিনটি পাড়ে উপজেলার ভাড়াশিমলা ও বসন্তপুর এবং অপর ভারতীয় পাড়ে হিঙ্গলগঞ্জ অবস্থিত। বিগত কয়েক বছর মিলনমেলা না হলেও নদীতে ভারতীয় পাশে অসংখ্য নৌযান ঘুরাঘুরির মাধ্যমে কিছুটা উৎসবমুখর পরিবেশে বিজিবি ও বিএসএফ এর টহলের মাধ্যমে প্রতিমা বিসর্জন হয়ে আসছে। তবে এবছর সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে ভারতীয় সাইটে নৌজানের সংখ্যা কম থাকলেও সে তুলনায় বাংলাদেশের পাশে নৌযানের সংখ্যা অনেকাংশেই বেশি ছিল। প্রশাসনিক কড়া নজরদারির মধ্যদিয়ে প্রতিমা বিসর্জন হয়েছে। দর্শনার্থীদের উপস্থিতির মাধ্যমে প্রতিমা বিসর্জন করেন। বিসর্জনের পূর্ব মুহূর্তে বিজয়া অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলার প্রশাসনিক কর্মকর্তা- কর্মচারীবৃন্দ, সাংবাদিক, বিজিবি, পুলিশ, জনপ্রতিনিধি, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ শতশত দর্শনার্থী।