
পড়ো বই, গড়ো দেশ, বঙ্গবন্ধু’র বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইলে তিনদিন ব্যাপী অমর একুশে বই মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহফুজুল আলম মাসুম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উক্ত বই মেলার শুভ উদ্বোধন করেন। নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য
রাখেন নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান, উপজেলা আওয়ামীলীগ নেতা মোশফিকুর রহমান মোশফিক, সাবেক সাংগঠনিক সম্পাদক হাজ্বী নাজিম উল্লাহ লিটন, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, সাংবাদিক সাইদুর রহমান প্রমুখ। ১৯ ফেব্রুয়ারি থেকে ২১শে ফেব্রুয়ারি পর্যন্ত তিন দিনব্যাপী প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত বই মেলায় সবার জন্য উন্মুক্ত থাকবে। অনুষ্ঠানে প্রধান অতিথি এডিসি (শিক্ষা ও আইসিটি) মাহফুজুল আলম মাসুম বলেন, একুশে বই মেলা আমাদের ভাষার ইতিহাসের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। একুশ আজ কেবল আমাদের নয়, পৃথিবীর সকল মানুষের মাতৃভাষার প্রতীক। আলোকিত মানুষ হতে হলে বই পড়ার বিকল্প নেই।এছাড়া মেলা প্রাঙ্গণে প্রতিদিন বিকালে আলোচনা সভা ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। এবারের বই মেলায় বিভিন্ন প্রকাশনা সংস্থা,সাহিত্য সংস্থা, বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও লাইব্রেরিসহ ২১টি স্টল অংশ নিয়েছে।