
নেত্রকোনার মোহনগঞ্জে সাবেক সংসদ সদস্য বাবা ও মায়ের ন্যায় এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে নির্দ্বিধায় ২০ শতক জমি দান করলেন এমপি কন্যা ফারজানা মমিন জয়া। এলাকাবাসী বলছেন, বাবা ও মায়ের ন্যায় জনসেবায় নিজেকে বিলিয়ে দেয়ার দৃষ্টান্ত হয়ে থাকবেন তিনি। মোহনগঞ্জ পৌর শহরে কাজিয়াটি হাফিজিয়া মাদ্রাসার জন্য এ জমি দান করেন তিনি।
এলাকাবাসী জানান, আমরা আমাদের কাজিয়াটি হাফিজিয়া মাদ্রাসার স্থায়ী ভবন নির্মাণের জন্য জয়া আপার কাছে ২০ শতক জমি চাইলে তিনি তা নির্দ্বিধায় আমাদের দান করেন। তিনি তার দাদা, বাবা ও মায়ের মতই উদার মনের অধিকারী। উনারাও মোহনগঞ্জে জনকল্যাণে অনেক জমি দান করে গেছেন। আমরা তাদের আত্মার মাগফেরাত কামনা করি।
ফারজানা মমিন জয়া মোহনগঞ্জ পৌর সদরের কাজিয়াটি গ্রাম নিবাসী প্রয়াত জননেতা সাবেক খাদ্য, ত্রাণ ও পুর্নবাসন মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য জনাব আব্দুল মমিন এবং প্রয়াত সাবেক টানা তিন বারের সংসদ সদস্য জনাব রেবেকা মমিন এঁর একমাত্র কন্যা।
জানা যায়, এই ফারজানা মমিন জয়ার দাদা খান সাহেব আব্দুল আজিজ, পিতা আব্দুল মমিন ও মাতা রেবেকা মমিন এলাকায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার, সরকারি দপ্তর স্থাপনে অন্তত বর্তমান বাজার মূল্যে ৩০০ কোটি টাকার জমি দান করে গেছেন।
জেলা আওয়ামী লীগের সদস্য তোফায়েল আহমেদ বলেন, ফারজানা মমিন জয়া আমাদের নেতা মরহুম আব্দুল মমিন ও মরহুম রেবেকা মমিন এঁর এক মাত্র কন্যা। তিনি অসুস্থতা জনিত কারণে ১১ বছর পরে আজ গ্রামের বাড়িতে আসেন। এলাকাবাসী কাজিয়াটি হাফিজিয়া মাদ্রাসার জন্য ২০ শতক জমি দাবি করেন। তিনি নির্দ্বিধায় তা দান করেন। যার বর্তমান বাজার মূল্য আমুমানিক ৪০/৫০ লক্ষ টাকা। তিনি তাঁর পিতা ও মাতার মতই উদার ও মহৎ হৃদয়ের মানুষ।
ফারজানা মমিন জয়া জানান, আমি বাড়িতে আসার খবর শুনে এলাকাবাসী আমার সাথে দেখা করতে আসেন। তারা আমাদের গ্রামের হাফিজিয়া মাদ্রাসার জন্য জমি দাবি করেন। আমি তাদের দাবির প্রেক্ষিতে ২০শতক জমি দান করি। সকলেই আমার বাবা ও মায়ের জন্য দোয়া করবেন।