ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
লাখো পর্যটকের সমাগম কুয়াকাটা সমুদ্র সৈকতে। শতভাগ হোটেল মোটেল বুকিং
আমতলীতে কুপিয়ে স্ত্রীর হাত কর্তন করলেন নেশাগ্রস্থ স্বামী
হোমনায় যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার
ঈদ পরবর্তী বিআরটিএর বিশেষ অভিযান: ৬ লাখ ৮৭ হাজার জরিমানা,২৮৯ মামলা
রায়পুরে আ’লীগ বিএনপির যৌথ হামলায় নারীসহ আহত ৫
পাঁচবিবিতে শিক্ষার্থী সমিতির স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

মোহনগঞ্জে হাফিজিয়া মাদ্রাসার জন্য অর্ধকোটি টাকার জমি দান করলেন এমপি কন্যা জয়া

নেত্রকোনার মোহনগঞ্জে সাবেক সংসদ সদস্য বাবা ও মায়ের ন্যায় এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে নির্দ্বিধায় ২০ শতক জমি দান করলেন এমপি কন্যা ফারজানা মমিন জয়া। এলাকাবাসী বলছেন, বাবা ও মায়ের ন্যায় জনসেবায় নিজেকে বিলিয়ে দেয়ার দৃষ্টান্ত হয়ে থাকবেন তিনি। মোহনগঞ্জ পৌর শহরে কাজিয়াটি হাফিজিয়া মাদ্রাসার জন্য এ জমি দান করেন তিনি।

এলাকাবাসী জানান, আমরা আমাদের কাজিয়াটি হাফিজিয়া মাদ্রাসার স্থায়ী ভবন নির্মাণের জন্য জয়া আপার কাছে ২০ শতক জমি চাইলে তিনি তা নির্দ্বিধায় আমাদের দান করেন। তিনি তার দাদা, বাবা ও মায়ের মতই উদার মনের অধিকারী। উনারাও মোহনগঞ্জে জনকল্যাণে অনেক জমি দান করে গেছেন। আমরা তাদের আত্মার মাগফেরাত কামনা করি।

ফারজানা মমিন জয়া মোহনগঞ্জ পৌর সদরের কাজিয়াটি গ্রাম নিবাসী প্রয়াত জননেতা সাবেক খাদ্য, ত্রাণ ও পুর্নবাসন মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য জনাব আব্দুল মমিন এবং প্রয়াত সাবেক টানা তিন বারের সংসদ সদস্য জনাব রেবেকা মমিন এঁর একমাত্র কন্যা।

জানা যায়, এই ফারজানা মমিন জয়ার দাদা খান সাহেব আব্দুল আজিজ, পিতা আব্দুল মমিন ও মাতা রেবেকা মমিন এলাকায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার, সরকারি দপ্তর স্থাপনে অন্তত বর্তমান বাজার মূল্যে ৩০০ কোটি টাকার জমি দান করে গেছেন।

জেলা আওয়ামী লীগের সদস্য তোফায়েল আহমেদ বলেন, ফারজানা মমিন জয়া আমাদের নেতা মরহুম আব্দুল মমিন ও মরহুম রেবেকা মমিন এঁর এক মাত্র কন্যা। তিনি অসুস্থতা জনিত কারণে ১১ বছর পরে আজ গ্রামের বাড়িতে আসেন। এলাকাবাসী কাজিয়াটি হাফিজিয়া মাদ্রাসার জন্য ২০ শতক জমি দাবি করেন। তিনি নির্দ্বিধায় তা দান করেন। যার বর্তমান বাজার মূল্য আমুমানিক ৪০/৫০ লক্ষ টাকা। তিনি তাঁর পিতা ও মাতার মতই উদার ও মহৎ হৃদয়ের মানুষ।

ফারজানা মমিন জয়া জানান, আমি বাড়িতে আসার খবর শুনে এলাকাবাসী আমার সাথে দেখা করতে আসেন। তারা আমাদের গ্রামের হাফিজিয়া মাদ্রাসার জন্য জমি দাবি করেন। আমি তাদের দাবির প্রেক্ষিতে ২০শতক জমি দান করি। সকলেই আমার বাবা ও মায়ের জন্য দোয়া করবেন।

শেয়ার করুনঃ