
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সুন্দরগঞ্জে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন ডজনখানেক নতুন মুখ। এরিমধ্যে শুভেচ্ছা আর দোয়ার পোস্টারে ছেঁয়ে গেছে পাড়া মহল্লা।
নতুন মুখের মধ্যে জি.এম এমিল সাদেকীন(সম্রাট) এর নাম মানুষের মুখে মুখে।ছাত্রলীগ দিয়ে রাজনীতি শুরু করে বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সুন্দরগন্জ উপজেলার সাংগঠনিক সম্পাদক।
এমিল বলেন, আমি আওয়ামীলীগ পরিবারের সন্তান। আমার বাবাও আওয়ামীলীগ করতেন। জনগন যদি আমাকে ভাইসচেয়ারম্যান নির্বাচিত করে তাহলে আমি সুন্দরগন্জকে স্মার্ট সুন্দরগন্জ গড়ে তোলার চেষ্টা করব।
নতুন ভোটারগণ বলেন, আমরা নতুন প্রার্থীর মধ্যে এমিল ভাইকে পছন্দ করি। আমরা তাকেই ভাইস চেয়ারম্যান পদে দেখতে চাই।