ঢাকা, রবিবার, ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কুড়িগ্রামে গণ অধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ
ভারতে পালানোর সময় যুবলীগ নেতা নাজিম উদ্দীন সোহেল গ্রেপ্তার
তানোরে সীমানা পিলারকে কেন্দ্র করে হামলা মটরসাইকেল ভাংচুর মারপিট নারীসহ আহত ৪
ভারতীয়সহ ১৬ জনকে পঞ্চগড়ে দুইটি সীমান্ত পয়েন্ট দিয়ে ঠেলে দিল বিএসএফ
পাঁচবিবিতে আয়মারসুলপুর ইউনিয়ন বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
বিএনপি’র নেতৃত্বে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব : আনোয়ার হোসেন বুলু
নওগাঁয় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভা
মাদকদ্রব্যের উপ-পরিচালক শামীম আহম্মেদের অপসারণ চেয়ে মশাল মিছিল
খেলনা পিস্তলসহ ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার
৪১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ গ্রেফতার ১
পিরোজপুরে বাসের ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেল চালকের
নান্দাইলে জুলাই গণঅভূত্থানে আহত ইমরান হোসাইনের মৃত্যু
শার্শার রঘুনাথপুর গ্রামে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
ইউনিয়ন বিএনপি সভাপতি ডা: আকরাম বলেন দেশবিরোধী যে কোনো ধরনের ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত
প্রেসক্লাব নান্দাইলের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত:-সভাপতি হান্নান সম্পাদক রায়হান

ঢাকায় বিএনপির মহাসমাবেশ উপলক্ষে বেতাগী থেকে এলাকা ছাড়ছেন ৫০০ নেতাকর্মী

ঢাকায় আগামী ২৮ অক্টোবর বিএনপির সমাবেশ উপলক্ষে এলাকা ছাড়ছেন দলটির প্রায় ৫ শতাধিক নেতাকর্মী। ইতোমধ্যে এ উপজেলা থেকে অনেক নেতা-কর্মী ঢাকায় গিয়ে পৌঁছেছেন। কেউ যাচ্ছেন এবং কেউ যাবেন।

বেতাগী উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মাসুদ পারভেজ বলেন, সেখানে তারা হোটেল-মোটেল কিংবা মসজিদে না থেকে আত্মীয়-স্বজনদের বাড়িতে থাকবেন- এমন নির্দেশনা দেয়া হয়েছে। বেতাগী উপজেলা বিএনপির আহবায়ক মো: হুমায়ূন কবির জানান, ১টি পৌরসভা সহ ৭টি ইউনিয়নে এ উপজেলায় বিএনপির ৭২টি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিট থেকেই ইউনিটের সভাপতি কিংবা সাধারণ সম্পাদকসহ কম-বেশি নেতাকর্মীরা ঢাকায় যাবেন। তাছাড়াও মহিলাদল, স্বেচ্ছাসেবক দল, তাতীদল, যুবদল ও ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও ঢাকায় যাবেন। সবমিলিয়ে যার সংখ্যা কমপক্ষে ৫০০ শতাধিক হবে বলে দাবি করেন তিনি। বেতাগী উপজেলা বিএনপি নেতা এস.এম. নুরুল ইসলাম পান্না বলেন,আমাদের মধ্যে এখন কোন মতবিরোধ নেই। ঢাকার সমাবেশে যোগ দিতে এবার কৌশল অবলম্বন করা হয়েছে। কোনো শোডাউন দিয়ে বা গাড়ির বহর নিয়ে যাওয়া হচ্ছে না। বিভিন্ন ইউনিট থেকে নেতা-কর্মীরা ঢাকায় ঢুকতে শুরু করেছেন কয়েক দিন আগে থেকেই। পুলিশি হয়রানির ভয়ে নানা কৌশলে বিভিন্ন যানবাহনে এবং বিভিন্ন রুটে তাঁরা ঢাকায় ঢুকছেন। বিএনপি নেত্রী বেতাগী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক আমিনা বেগম জানান, ঢাকার মহাসমাবেশ থেকেই সরকারের পতনের যাত্রা শুরু করা হবে। যারা ঢাকায় যাবেন না। তাঁরা এলাকাতেই থাকবেন।

যাতে কোনও ধরনের নির্দেশ এলে এলাকা থেকে পদক্ষেপ গ্রহণ করতে পারেন। অপর দিকে বেতাগী পৌর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান বলেন, শুধু নেতারাই নন, স্বেচ্ছায় অনেক কর্মীও ঢাকায় যাচ্ছেন। ধারণা করা হচ্ছে, এখন থেকে হাজারের অধিক নেতা-কর্মী সমাবেশে উপস্থিত থাকবেন। ঢাকায় অবস্থানরত উপজেলার মোকামিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো: মিরাজ মুন্সী জানান, এখন পর্যন্ত যারা ঢাকায় গেছেন বা যাচ্ছেন তারা কোনও ধরনের সমস্যায় পড়েননি। তবে বাধা-বিপত্তির ভয়ে তাঁরা হোটেল-মোটেলে না থেকে আত্মীয়র বাসায় অবস্থান করছেন।

শেয়ার করুনঃ