ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
চিলমারীতে ঐতিহ্যবাহী অষ্টমির স্নান সম্পন্ন
বিএনপি নেতার ওপর বোমা হামলার প্রতিবাদে কয়রায় বিক্ষোভ মিছিল
লঞ্চে মুমূর্ষ নবজাতককে মেডিকেল সহায়তা প্রদান করল কোস্ট গার্ড
আমতলীতে লঞ্চ ঘাট ও বাসস্ট্যান্ডে যৌথবাহিনীর অভিযান, জরিমানা আদায়
কালীগঞ্জে আমিনুর রহমান আমিনের গণসংযোগ শুভেচ্ছা বিনিময়
আমতলীতে হামলা, লুট ও পিটিয়ে দোকান দখলের অভিযোগ
দেওয়ানগঞ্জে মেয়ের বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ বাবা মৃত্যু
নড়াইল জেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতা-কর্মীদের ঈদ পুনর্মিলনী
জামায়াতে ইসলামীতে চাঁদাবাজ সন্ত্রাসের কোনো সুযোগ নেই:রফিকুল ইসলাম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করতে হবে
ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র সম্মেলনের উদ্বোধন
বিরামপুরে আগ্নিকান্ডে সনাতন পরিবারের সর্বস্ব পুড়ে ছাই
কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সাথে ডা. শহিদুল আলমের মতবিনিময়
পঞ্চগড় সড়কে বিআরটিএ ও যৌথবাহিনীর অভিযান
ছাত্র আন্দোলনে হত্যা মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেফতার

ঢাকায় বিএনপির মহাসমাবেশ উপলক্ষে বেতাগী থেকে এলাকা ছাড়ছেন ৫০০ নেতাকর্মী

ঢাকায় আগামী ২৮ অক্টোবর বিএনপির সমাবেশ উপলক্ষে এলাকা ছাড়ছেন দলটির প্রায় ৫ শতাধিক নেতাকর্মী। ইতোমধ্যে এ উপজেলা থেকে অনেক নেতা-কর্মী ঢাকায় গিয়ে পৌঁছেছেন। কেউ যাচ্ছেন এবং কেউ যাবেন।

বেতাগী উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মাসুদ পারভেজ বলেন, সেখানে তারা হোটেল-মোটেল কিংবা মসজিদে না থেকে আত্মীয়-স্বজনদের বাড়িতে থাকবেন- এমন নির্দেশনা দেয়া হয়েছে। বেতাগী উপজেলা বিএনপির আহবায়ক মো: হুমায়ূন কবির জানান, ১টি পৌরসভা সহ ৭টি ইউনিয়নে এ উপজেলায় বিএনপির ৭২টি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিট থেকেই ইউনিটের সভাপতি কিংবা সাধারণ সম্পাদকসহ কম-বেশি নেতাকর্মীরা ঢাকায় যাবেন। তাছাড়াও মহিলাদল, স্বেচ্ছাসেবক দল, তাতীদল, যুবদল ও ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও ঢাকায় যাবেন। সবমিলিয়ে যার সংখ্যা কমপক্ষে ৫০০ শতাধিক হবে বলে দাবি করেন তিনি। বেতাগী উপজেলা বিএনপি নেতা এস.এম. নুরুল ইসলাম পান্না বলেন,আমাদের মধ্যে এখন কোন মতবিরোধ নেই। ঢাকার সমাবেশে যোগ দিতে এবার কৌশল অবলম্বন করা হয়েছে। কোনো শোডাউন দিয়ে বা গাড়ির বহর নিয়ে যাওয়া হচ্ছে না। বিভিন্ন ইউনিট থেকে নেতা-কর্মীরা ঢাকায় ঢুকতে শুরু করেছেন কয়েক দিন আগে থেকেই। পুলিশি হয়রানির ভয়ে নানা কৌশলে বিভিন্ন যানবাহনে এবং বিভিন্ন রুটে তাঁরা ঢাকায় ঢুকছেন। বিএনপি নেত্রী বেতাগী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক আমিনা বেগম জানান, ঢাকার মহাসমাবেশ থেকেই সরকারের পতনের যাত্রা শুরু করা হবে। যারা ঢাকায় যাবেন না। তাঁরা এলাকাতেই থাকবেন।

যাতে কোনও ধরনের নির্দেশ এলে এলাকা থেকে পদক্ষেপ গ্রহণ করতে পারেন। অপর দিকে বেতাগী পৌর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান বলেন, শুধু নেতারাই নন, স্বেচ্ছায় অনেক কর্মীও ঢাকায় যাচ্ছেন। ধারণা করা হচ্ছে, এখন থেকে হাজারের অধিক নেতা-কর্মী সমাবেশে উপস্থিত থাকবেন। ঢাকায় অবস্থানরত উপজেলার মোকামিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো: মিরাজ মুন্সী জানান, এখন পর্যন্ত যারা ঢাকায় গেছেন বা যাচ্ছেন তারা কোনও ধরনের সমস্যায় পড়েননি। তবে বাধা-বিপত্তির ভয়ে তাঁরা হোটেল-মোটেলে না থেকে আত্মীয়র বাসায় অবস্থান করছেন।

শেয়ার করুনঃ