ঢাকা, শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
হোমনায় যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার
ঈদ পরবর্তী বিআরটিএর বিশেষ অভিযান: ৬ লাখ ৮৭ হাজার জরিমানা,২৮৯ মামলা
রায়পুরে আ’লীগ বিএনপির যৌথ হামলায় নারীসহ আহত ৫
পাঁচবিবিতে শিক্ষার্থী সমিতির স্বাধীনতা ও জাতীয় দিবস পালন
মহানবী সাঃ কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল
ভোলায় হাতবোমা-মাদকসহ ৫ দুর্ধর্ষ সন্ত্রাসী আটক
নবীনগরে তুচ্ছ ঘটনায় দুই গ্রামের সংঘর্ষে আহত ১২
নেত্রকোণা সরকারি কলেজের ঈদ পুনর্মিলনী
রামুর ঐতিহ্যবাহী গর্জনিয়া ফইজুল উলুম মাদ্রাসার মিলন মেলা বর্ণঢ্য আয়োজনে সম্পন্ন
ঢোলবাদক বিনয়বাঁশী জলদাস এর ২৩তম মৃত্যুবার্ষিকী ৫ এপ্রিল শনিবার
তুচ্ছ ঘটনায় ছাদে ডেকে নিয়ে বন্ধুকে ছুরিকাঘাত
বোয়ালমারীতে কুখ্যাত সন্ত্রাসী হাতকাটা শাহিদুল গ্রেপ্তার

দায়িত্ব অবহেলায় দুই শিক্ষককে অব্যাহতি, নকলের সহায়তায় চার পরীক্ষার্থীকে বহিস্কার-কেন্দ্রের সচিবকে শোকজ

ঝালকাঠির নলছিটিতে চলমান এসএসসি ও সমমানের পরীক্ষায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই শিক্ষককে বহিস্কার ও অসুদপায় অবলম্বন করার অভিযোগে চার পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।

আজ রবিবার (১৮ফেব্রুয়ারী) বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের বিজি ইউনিয়ন একাডেমী পরীক্ষা কেন্দ্রে এ অব্যাহতি ও বহিস্কার আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিউল আলম। এছাড়াও দায়িত্ব অবহেলার কারণে বি.জি ইউনিয়ন একাডেমি কেন্দ্রের সচিব মো. ফারুক আহমেদ খানকে শোকজ করেছে উপজেলা প্রশাসন।

জেড এ ভূট্টো বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের মো. আমিনুল ইসলাম জানান, পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বনের দায়ে বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় মারুফ হাওলাদার ও রুবাইয়া নামে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করেন কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ওবায়দুল ইসলাম।

খোঁজ নিয়ে জানাগেছে, বিজি ইউনিয়ন একাডেমী পরীক্ষা কেন্দ্রে অনিয়ম ও নকলের মহোৎসব চলছে সেই মর্মে খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিউল আলম পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন। এসময় বহিস্কার হওয়া পরীক্ষার্থীদের অসুদপায় ও দায়িত্বরত শিক্ষকদের দায়িত্বে অবহেলার প্রমান পান। অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন, সরমহল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বিশ্বজিৎ বাড়ই এবং বিজি ইউনিয়ন একাডেমীর শিক্ষক সম্ভু লাল চক্রবর্তী।

বি.জি ইউনিয়ন একাডেমি কেন্দ্রের দায়িত্বে থাকা সচিব ফারুক আহমেদ খান জানান, আজ বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় নকল করার দায়ে জান্নাতুল মুনিরা ও আলিফ হোসেন রাব্বিকে বহিষ্কার করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সমাপ্তি রায়। দায়িত্ব অবহেলার কারণে কক্ষ পরিদর্শক সম্ভু লাল চক্রবর্তী ও বিশ্বজিৎ বাড়ৈকে অব্যাহতি দেয়া হয়েছে। এদের মধ্য সম্ভু লাল চক্রবর্তী বি.জি ইউনিয়ন একাডেমির সহকারী শিক্ষক ও বিশ্বজিৎ বাড়ৈ সরমহল পুনিহাট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তারা দুজনে চলমান এসএসসি পরীক্ষায় আর কোন দায়িত্ব পালন করতে পারবেন না।

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম জানান, দায়িত্ব অবহেলার কারণে বি.জি ইউনিয়ন একাডেমি কেন্দ্রের সচিব মো. ফারুক আহমেদ খানকে শোকজ করা হয়েছে। তাকে লিখিত আকারে যথাযথ ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নলছিটি

শেয়ার করুনঃ