
প্রখ্যাত শিক্ষক, কবি, সাহিত্যিক ও সম্পাদক ফেরদৌসী মজুমদার এবং তার জ্যেষ্ঠ পুত্র ইস্টার্ন ব্যাংক লিমিটেডের প্রধান মানবসম্পদ কর্মকর্তা মঞ্জুরুল আলমের যৌথ কাব্যগ্রন্থ ‘দুই প্রজন্মের কাব্য’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রখ্যাত শিক্ষক, কবি, সাহিত্যিক ও সম্পাদক ফেরদৌসী মজুমদার এবং তার জ্যেষ্ঠ পুত্র ইস্টার্ন ব্যাংক লিমিটেডের প্রধান মানবসম্পদ কর্মকর্তা মঞ্জুরুল আলম।(ছবির ক্যাপশন)
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) কাঁটাবনের কবিতা ক্যাফেতে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে বেস্ট অব অনার ছিলেন বাংলাদেশ লেখিকা সংঘের সভাপতি প্রফেসর অনামিকা হক লিলি এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা.হালিদা হানুম আখতার।
বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক ঝর্ণা দাশ পুরকায়স্থ এবং সাহিত্যিক ও গবেষক ড. সেলিমা সাঈদ। এ ছাড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সচিব মো. মিজানুর রহমান। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন কবি ও অ্যাডভোকেট মোরশেদা নাসির।