
মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মাদক ব্যবসায়ী মোহাম্মদ মোফাজ্জল হোসেন (৪৫)’কে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)।
রবিবার (১৮ ফেব্রুয়ারি)সিনিয়র সহকারী পরিচালক স্টাফ অফিসার (মিডিয়া) মো. আরিফুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
আরিফুর রহমান বলেন,রবিবার র্যাব-৩ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগরীর খিলগাঁও এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ী এবং মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোহাম্মদ মোফাজ্জেল হোসেন (৪৫), কে গ্রেফতার করতে সক্ষম হয়।
তিনি বলেন, গ্রেফতারকৃত মোফাজ্জেল একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে মাদক এনে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিল। সে পেশায় একজন গাড়ি চালক ছিল। বিভিন্ন সময় যাত্রী পরিবহনের আড়ালে গাড়ীর ভিতর অভিনব পদ্ধতিতে মাদক বহন করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করতো।
২০০৯ সালে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে
যশোর জেলার কোতোয়ালী থানা এলাকায় বিপুল পরিমান ফেন্সিডিলসহ আটক হয়। আটকের পর সে আট মাস কারাবরণ করে । জেল থেকে জামিনে বের হয়ে পলাতক জীবন যাপন করে এবং পুনরায় মাদক ব্যবসায় যুক্ত হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত তাকে যাবজ্জীবন সাজা প্রদান করেন। রায় ঘোষনার পর থেকে আসামী দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে নিজেকে আত্মগোপন করে আসছে। শেষ পর্যন্ত সে গতরাতে র্যাবের জালে আটক হয়।
আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।
ডিআই/এসকে