
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ১ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে হাইওয়ে পুলিশ। রবিবার (১৮ ফেব্রুয়ারি ) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত হলো, লক্ষীপুর জেলার সদর থানার লাহারকান্দি এলাকার মো.এমরান হোসেন (২২)।
রবিবার ( ১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশের সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো. শহিদ উল্লাহ্।
তিনি জানান, ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টপাড়া নামকস্থানে বাসের জন্য অপেক্ষামান একজন যাত্রী মাদক বহন করছে এমন তথ্য পায় হাইওয়ে পুলিশ। এই ভিত্তিতে খাঁটিহাতা হাইওয়ে থানার এসআই(নিঃ) মো. সালাউদ্দিন মোল্লা সঙ্গীয় ফোর্সসহ উক্ত বাসের জন্য অপেক্ষামান যাত্রীকে আটক করেন। এসময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডিআই/এসকে