
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম শেরপুরে আগমন উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচছা জানানো হয়। ১৮ ফেব্রুয়ারী রবিবার শেরপুর সার্কিট হাউজে জেলা পুলিশের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ খোরশেদ আলম, পরে জেলা পুলিশের পক্ষ থেকে সুসজ্জিত একটি চৌকস পুলিশ দল মাননীয় বিচারপতিকে গার্ড অব অনার প্রদান করা হয়।
এসময় সম্মানিত জেলা প্রশাসক জনাব আব্দুল্লাহ আল খায়রুম, জেলা বিচার বিভাগের বিজ্ঞ বিচারকগণ, জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।