
হবিগঞ্জের মাধবপুরে একটি সর্বজনীন উৎসবের সরঞ্জামাদি আত্মসাৎ করার আয়তারা করছে একটি কুচক্রী মহল ।
জানা যায়, উপজেলার ৬ নং শাহজাহানপুর ইউনিয়নের সুরমা নোয়াহাটি গ্রামের জমিদার সুরুজ বিকাশ চৌধুরীর পুত্রবধূ ঊষা রানী চৌধুরীর বাড়ির বহিরাঙ্গনে ৫৮ বছর যাবত একটি সর্বজনীন নাম যজ্ঞ উৎসবের অনুষ্ঠান করে আসছে সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দরা । কিন্তু দীর্ঘ ৯ বৎসর যাবত উৎসব কমিটির সভাপতি অনিল রায় ও সাধারণ সম্পাদক জ্যোতির্ময় পাল (গোপাল) গ্রামবাসীর কাছে হিসাব নিকাশ না দেওয়ায় গ্রামের ভক্ত বৃন্দদের মাঝে প্রতিক্রিয়া দেখা দেয় । এরপর উৎসব অঙ্গনের জায়গার মালিক জমিদার পুত্রবধু উষা রানী চৌধুরীর নেতৃত্বে গ্রামের সকল ভক্তবৃন্দ উৎসব অঙ্গনে বসে পুরাতন কমিটিকে বিলুপ্ত করে নতুন একটি কমিটি ঘোষণা করেন । নতুন কমিটির সভাপতি নির্বাচিত হন দিলীপ পাল ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন নারায়ণ সরকার নয়ন । কিন্তু গ্রামের সনাতন ভক্তবৃন্দদের অভিযোগ পুরাতন কমিটির কাছে ১৬ টি সিসি ক্যামেরা ও মহাপ্রসাদ রান্নার ডেকডেস্কি, কড়াই বালতি, জগ, মগ ইত্যাদি বিভিন্ন ধরনের সরঞ্জামাদি নতুন কমিটির কাছে না বুঝিয়ে দিয়ে আত্মসাৎ করার পাঁয়তারা করছে ।
ভক্তবৃন্দরা জানান, আর মাত্র ৫-৬ দিন উৎসব অনুষ্ঠানের সময় বাকি আছে, পুরাতন কমিটি যদি উৎসবের কাজে ব্যবহৃত সরঞ্জামাদি বুঝিয়ে না দেন তাহলে উৎসবের কাজে বিঘ্ন ঘটবে । তাই উৎসবের কাজে ব্যবহৃত জিনিসপত্র দ্রুত বুঝিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেন । আর যদি না দেন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ।