দিনাজপুরের ফুলবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান ক্রীড়া একাডেমীর আয়োজনে ২ শতাধিক খেলোয়াড়দের নিয়ে উদ্বোধন হল শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৪।
শনিবার ১৭ ফেব্রুয়ারি ফুলবাড়ী সরকারি কলেজ মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের বর্ষিয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব দিনাজপুর ৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার,এমপি।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান ক্রীড়া একাডেমীর সভাপতি জননেতা মুশফিকুর রহমান বাবুল।
সহ সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান ক্রীড়া একাডেমীর সাধারণ সম্পাদক শ্রী মঞ্জু রায় চৌধুরী।অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান ক্রীড়া একাডেমীর পরিচালক ও ফুলবাড়ী পৌর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক তারিকুজ্জামান শুভ।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক, সহ-সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান, ফুলবাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি প্যানেল মেয়র মামুনুর রশিদ চৌধুরী, বেতদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আব্দুল কুদ্দুস, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মুস্তাফিজার রহমান, ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য সৈয়দ মেহেদী হাসান রুবেল সহ ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, যুবলীগের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ, ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।খেলা পরিচালনা করেন উত্তরবঙ্গের কিংবদন্তি খেলোয়াড় শহিদুজ্জামান বাবু, সহকারী হিসেবে ছিলেন জনি মণ্ডল, হারুনুর রশিদ।
ধারাভাষ্য করার দায়িত্ব পালন করেন তপু ও আরাফাত রতন।
মাঠে মেডিকেল টিমের দায়িত্ব পালন করেন এস এ সৌরভ ( ডি.এম.এফ ঢাকা)উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন সাহাগার ট্রেডার্স ও চম্পা জুয়েলার্স। খেলা শেষে ২-০ গোলে চম্পা জুয়েলার্স বিজয় অর্জন করেন।