
নেত্রকোনার মদনে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নেত্রকোনা- ৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরি) আসনের সাংসদ জনাব সাজ্জাদুল হাসান।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) উপজেলা পাবলিক হল প্রাঙ্গনে মুক্তমঞ্চে অনুষ্টিত মতবিনিময় সভা প্রধান অতিথির বক্তব্যে, নেতা কর্মীদের উদ্দেশ্যে সাংসদ সাজ্জাদুল হাসান বলেন, হিংসা- বিদ্বেষ ভুলে সবাইকে একসাথে কাজ করতে হবে। মতবিরোধ থাকতে পারে কিন্ত নিজেদের মধ্যে অন্তকোন্দল থাকা যাবে না। সবাইকে বঙ্গবন্ধুর আর্দশ, জনগনের কল্যাণ ও উন্নয়নে কাজ করতে হবে।
উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার শামীমের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুছ।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান খান রতন, মদন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য শেফালী আক্তার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইফতেখারুল আলম খান চৌধুরী, আ’লীগ নেতা মমতাজ হোসেন চৌধুরী, যুব লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম ও অন্যান্যরা।