
সকালের খবর ডেস্কঃ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল তরুণ দলের কমিটি ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল বিএনপি কে সাংগঠনিক ভাবে শক্তিশালী, গতিশীল ও বেগবান করার লক্ষ্যে
বুধবার (২৫ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক তাসকিন আহমেদ শাওন, ও সদস্য সচিব ইসমাইল হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সুলতান মাহমুদ আহ্বায়ক, নাসির উদ্দিন রাজু সদস্য সচিব এবং আলতাপ হোসেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে বাংলাদেশের জাতীয়তাবাদী তরুণ দলের কালিগঞ্জ উপজেলা শাখার ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক অনুমোদন দেয়া হয়েছে।