ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
লাখো পর্যটকের সমাগম কুয়াকাটা সমুদ্র সৈকতে। শতভাগ হোটেল মোটেল বুকিং
আমতলীতে কুপিয়ে স্ত্রীর হাত কর্তন করলেন নেশাগ্রস্থ স্বামী
হোমনায় যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার
ঈদ পরবর্তী বিআরটিএর বিশেষ অভিযান: ৬ লাখ ৮৭ হাজার জরিমানা,২৮৯ মামলা
রায়পুরে আ’লীগ বিএনপির যৌথ হামলায় নারীসহ আহত ৫
পাঁচবিবিতে শিক্ষার্থী সমিতির স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

মিরপুরে কিশোর গ্যাং এর ২১ সদস্য গ্রেফতার

রাজধানীর মিরপুর, দারুস সালাম এবং ঢাকা জেলার সাভার এলাকা থেতে কিশোর গ্যাং “ল্যাংরা নুরু”, “পটোটো রুবেল” ও “কিং শাওন” গ্রুপের লিডারসহ ২১ জন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) র‍্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো.জিয়াউর রহমান চৌধুরী এ তথ্য জানান।

তিনি বলেন,১৫ ফেব্রুয়ারি রাতে রাজধানীর মিরপুর থানা এলাকা থেকে “ল্যাংরা নুরু” গ্যাং এর পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়। তারা হলেন, ভোলার শাহ আলম ওরফে ল্যাংরা নুরু (৪৮), নরসিংদীর জমির (২৪), কিশোরগঞ্জের মো. জাহিদুল ইসলাম রানা (২৪), চাঁদপুরের মো. আল-আমিন (২০) এবং নাটোরের মো. ফারুক প্রামানিক (৩৮)।

এছাড়াও একই দিন দারুস সালাম থানার গাবতলী এলাকা থেকে “পটোটো রুবেল” গ্রুপ এর নোয়াখালীর মো. সোলাইমান (১৮), রাজবাড়ীর মো. লালন রানা (২০), খুলনার মো. শাওন খান এবং ঢাকার মো. ইমন ওরফে ফ্লাস ইমন (১৯), মো. ইয়ামিন (১৯), মো. সোহান বেপারী (১৯), এবং ভোলার মো. উমর ফারুককে (২০) গ্রেফতার করে র‍্যাব-৪।

র‍্যাব জানায়, রাজধানীর মিরপুর, দারুসসালাম, পল্লবী, শাহ আলী এলাকায় বেশ কিছু কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। তার মধ্যে “ল্যাংরা নুরু’’ ও “পটোটো রুবেল” এর লিডারসহ ৭০-৮০ জনের সক্রিয় সদস্য রয়েছে। এই গ্যাংয়ের সদস্যরা মিরপুর, মোহাম্মদপুর, পল্লবী, ভাষানটেকসহ আশেপাশের এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, মারামারি, মাদক সেবন ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। চিহ্নিত এসব বেপরোয়া ও মাদকসেবী কিশোর গ্যাং এর সদস্যদের অত্যাচারে বাসস্ট্যান্ডে আসা দূর-দূরান্তের যাত্রী ও স্থানীয় লোকজন অতিষ্ঠ ও অসহায় হয়ে পড়েছে। সাম্প্রতিক সময়ে কিশোর গ্যাং এর লিডার “ল্যাংরা নুরু” ও “পটেটো রুবেল” এর সহযোগীদের নিয়ে বিভিন্ন বাস-ট্রাকে চুরি, ছিনতাই এবং চাঁদাবাজি করে আসছিলো। দূর-দূরান্ত থেকে আসা বাস-ট্রাক গাড়ি গুলোর গতিরোধ করে ড্রাইভারদেরকে মোটা অংকের টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে ড্রাইভারদেরকে গাড়ি থেকে জোরপূর্বক নামিয়ে দেশীয় অস্ত্রসস্ত্র দিয়ে সাধারণ, গুরুতর আঘাত করে রক্তাক্ত জখম করে। তাছাড়াও ফুটপাতের দোকানদাররা চাঁদা দিতে অস্বীকার জানালে তাদেরকেও মারধর করে। “ল্যাংরা নুরু” গ্রুপের লিডার শাহআলম ওরফে ল্যারা নুরুর বিরুদ্ধে মিরপুর, কাফরুল ও শেরেবাংলা নগর থানায় মারামারি এবং খুনের চেষ্টা সংক্রান্ত ৫টি মামলাসহ রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। রাজধানী থেকে এসকল কিশোর অপরাধীদের বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে ওই দিনই ওপর এক অভিযানে ঢাকা জেলার সাভার থানার গেন্ডা এলাকা থেকে আরও ৯ জন সদস্যকে গ্রেফতার করে র‍্যাব।

তারা হলেন- মো. শাওন (২০), নুর ইসলাম (১৯), মো. আলামিন (২১), মো. আব্দুল মান্নান (২০), মো. আজিম (২০), পিয়াস হোসেন (২১), মো. রাকিবুল ইসলাম (১৯), মো. সজিব হোসেন (২০) এবং মো. আলামিন (১৮)। তারা কিং শাওন গ্রুপের সদস্য।

র‍্যাব বলছে, এই সদস্যরা সাভার ও আশুলিয়ায় মাদক বহনসহ চুরি, ছিনতাই, ইভটিজিং এমনকি অপহরণে সম্পৃক্ত। উঠতি বয়সের এসব কিশোরদের দৈনন্দিক অপকর্মের কারণে এলাকাবাসী আতঙ্কিত ছিলো। পরবর্তীতে তাদেরকে সার্বিক বয়স ও শিক্ষার্থী বিবেচনায় সুনাগরিক হিসেবে গড়ে ওঠার প্রত্যাশায় নিজ নিজ পরিবারের নিকট অঙ্গীকারনামার মাধ্যমে হস্তান্তর করা হয়।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ