
রাজধানীর মোহাম্মদপুর, আদাবর ও হাজারীবাগ এলাকার কিশোর গ্যাং ‘পাটালি গ্রুপ’র অন্যতম মূলহোতা মো. সুজন মিয়া ওরফে ফর্মা সজিবকে গ্রেফতার করেছে র্যাব। একই সঙ্গে ‘চাঁন গ্রুপ’ ও ‘লেভেল হাই’ সহ বিভিন্ন গ্রুপের ৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো.আনোয়ার হোসেন খান। গ্রেফতারের সময় অভিযুক্তদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র্যাব।
অতিরিক্ত ডিআইজি মো.আনোয়ার হোসেন খান বলেন, রাজধানীর মোহাম্মদপুর, আদাবর ও হাজারীবাগ এলাকায় কিশোর গ্যাংয়ের বিভিন্ন গ্রুপের ছিনতাই, চাঁদাবাজি, বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে পাটালি গ্রুপের অন্যতম মূলহোতা মো. সুজন মিয়া ওরফে ফর্মা সজিব এবং চাঁন গ্রুপ ও লেভেল হাইসহ বিভিন্ন গ্রুপের ৩৯ জনকে মোহাম্মদপুরের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় বসিলায় র্যাব-২ এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
ডিআই/এসকে