
ডেস্ক রিপোর্ট : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ওমান এয়ারের ডব্লিউওয়াই ৩১১ ফ্লাইটে আসা যাত্রীর সিট থেকে ৬৪ পিস স্বর্ণের বার জব্দ করা হয়েছে।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টায় ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করে।
জানা গেছে , বিমানবন্দরের কর্মরত কাস্টমস ও শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে বিমানবন্দরের ভেতর থেকে ৬৪ পিস স্বর্ণের বার আটক করেছে। যার ওজন প্রায় সাড়ে সাত কেজি।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে । এ দিকে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের চট্টগ্রামের সহকারী পরিচালক আবদুল মতিন বলেন, ওমান এয়ারের ফ্লাইটটি রাতে শাহ আমানতে অবতরণ করে। ওই ফ্লাইটে সোনার চালান আসছে বলে আমাদের কাছে তথ্য ছিল। সেই তথ্যের ভিত্তিতে ফ্লাইটটিতে অভিযান চালানো হয়। এ সময় একটি আসনের নিচ থেকে ৬৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। তবে আসনটিতে কেউ ছিলেন না। এ বিষয়ে তিনি আরও বলেন, এক যাত্রীর বিষয়ে আমাদের কাছে তথ্য ছিল। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।